সুনীত হালদার, হাওড়া: তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটাই। আর শীতের এমন রাতে কোন প্রাণীই বা বাইরে থাকবে। সেই সুযোগই নিল দুষ্কৃতীরা। এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা চালায় তাঁরা। 


গতরাতে ঘটনাটি ঘটে ডোমজুর থানার অন্তর্গত শলপ বাজার এলাকায়। জানা যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি এটিএম গ্যাস কাটার দিয়ে কাটা হয়। টাকা লুঠ হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আজ সকাল থেকেই  এটিএম-এর শাটার বন্ধ ছিল। তখনই সন্দেহ হয় অনেকের। খবর দেওয়া হয় পুলিশে।


এরপর এটিএম-এর গেট খুলে দেখা যায় এ টি এম ভাঙা। ভিতরে পড়ে রয়েছে একটি গ্যাস কাটার। দুষ্কৃতী দের খোঁজে তল্লাশি শুরু হয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি। উল্লেখ্য হাওড়ায় কয়েকমাস আগে লিলুয়া এলাকায় একটি এ টি এম লুঠের চেষ্টা হয়েছিল।


আরও পড়ুন, সপ্তাহের শুরুতেই ১২ ঠিকা শ্রমিককে ছাঁটাই, হলদিয়ার বেসরকারি সার প্রস্তুতকারী কারখানায় বিক্ষোভ


শুধু হাওড়ায় নয়, রাতের অন্ধকারে এটিএম (ATM) ভেঙে টাকা লুঠের চেষ্টা চলে উত্তরপাড়াতেও। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য উত্তরপাড়ায়।স্থানীয়দের দাবি, বেশ কিছু দিন ধরেই এলাকায় চুরির ঘটনা বেড়েছে। তবে এটিএম ভেঙে টাকা লুঠের এমন চেষ্টা আগে সামনে আসেনি।


উত্তরপাড়ার (Uttarpara) বিপিএমবি সরণীর একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা হয় বলে জানা গিয়েছে। শনিবার সকালে ব্যাঙ্ক খুলতে গিয়ে তা নজরে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। তবে টাকা লুঠ করতে পারেনি দুষ্কৃতীরা।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পাওয়া মাত্রই থানা থেকে পুলিশ গিয়ে পৌঁছয়। এটিএম সংস্থায় খবর দেওয়া হয়। তাদের লোকজন এসে এটিএম পরীক্ষা করে দেখেন।তাতে দেখা যায়, কিয়স্কের সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটি উধাও হয়ে গিয়েছে। এটিএম সংস্থার কর্মী শুভময় বিশ্বাস বলেন, “দেখে মনে হচ্ছে, এটিএম ভাঙলেও, ভল্ট ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। টেকনিশিয়ান ডাকা হয়েছে। সংস্থার অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।” চন্দননগর থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।