Amazon Deal on Xiaomi 11T Pro: ভ্যালেন্টাইনস ডে-তে যদি প্রিয়জনকে স্মার্টফোন দিতে চান, তাহলে দেখতে পারেন এই ফোন। গত মাসেই লঞ্চ হয়েছে Xiaomi 11T Pro।  ফোনে সেরা অফার নিয়ে এসেছে Amazon। এই ফোনে সরাসরি 10 হাজার টাকা ছাড় পাবেন সেলে। 3 হাজার টাকার ক্যাশব্যাক ছাড়াও রয়েছে 19 হাজার টাকার বেশি এক্সচেঞ্জ বোনাস৷ এই ফোনের বৈশিষ্ট্যগুলিও বাকিদের থেকে সেগমেন্টে অনেকটাই এগিয়ে। ফোনে পাবেন একটি 108MP ক্যামেরা ও সুপারফাস্ট চার্জিং ব্যাটারি। যা মাত্র 17 মিনিটে চার্জ করে দেয় ফোনকে।


এই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন অ্যামাজনের ডিল ও অফার


Xiaomi 11T Pro 5G Hyperphone
এই ফোনের দাম 49,999 টাকা। যদিও অফারে পুরো 20% ডিসকাউন্ট রয়েছে এই ফোনে। যার ফলে এই ফোন আপনি 39,999 টাকায় কিনতে পারবেন। সিটি ব্যাঙ্কের কার্ড দিয়ে এই ফোনটি কিনলে 3 হাজারের ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে। Axis Miles & More কার্ডে 1000 টাকা ছাড় ও Bank of Baroda-র কার্ডে পেমেন্টে 1500 ছাড় রয়েছে৷


এই লিঙ্কে ক্লিক করে কিনতে পারবেন Xiaomi 11T Pro 5G Hyperphone


Xiaomi 11T Pro 5G Hyperphone-এর ফিচার
এই স্মার্টফোনটিতে সবচেযে ভাল ফিচার এর 120W ফাস্ট চার্জিং। যে কারণে ফোনটি মাত্র 17 মিনিটেই চার্জ হয়ে যায়। ফোনে রয়েছে 5000mAH-এর ব্যাটারি।


এই স্মার্টফোনটিতে একটি 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এর সাথে Qualcomm Snapdragon 888 প্রসেসর দেওয়া হয়েছে ফোনে।


Xiaomi 11T Pro-তে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। দ্বিতীয় লেন্সটি 8 মেগাপিক্সেলের যা ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলার কাজে লাগে। এছাড়া একটি টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর পাবেন ফোনে।


8GB RAM ও 256GB স্টোরেজ, 12GB RAM ও 256GB স্টোরেজের দুটি বিকল্প রয়েছে ফোনে।
এতে ডলবি অ্যাটমস স্টিরিও স্পিকার সেট-আপ সহ একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। ফোনটিতে তিনটি রঙের বিকল্প পাবেন ক্রেতা।


এই লিঙ্কে ক্লিক করে কিনতে পারবেন Xiaomi 11T Pro 5G Hyperphone