Smartphones Under Rs 15000: মার্চ মাসে অনেক নতুন ফোন লঞ্চ হতে চলেছে। তাই অনেকেই হয়তো নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন। যদি মাঝামাঝি রেঞ্জে ফোন কিনতে চান তাহলে ১৫ হাজার টাকার মধ্যে ভারতের বাজারে বেশ কয়েকটি স্মার্টফোন পেয়ে যাবেন আপনি। এই তালিকায় কোন কোন ফোন রয়েছে চলুন দেখে নেওয়া যাক। 


টেকনো পোভা ৫ প্রো ৫জি 


টেকনো সংস্থার এই ফোন ১৫ হাজার টাকার কমে কেনা যাবে মার্চ মাসে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। গেম খেলার পাশাপাশি মাল্টি-টাস্কিং, অর্থাৎ একসঙ্গে অনেক কাজ করার জন্য এই ফোন আদর্শ। এখানে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। একবার চার্জ দিলে সারাদিন ভালভাবে চালু থাকবে ফোন। ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে। এরপর মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে টেকনো পোভা ৫ প্রো ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 


মোটো জি৩৪ ৫জি


মোটরোলা 'জি' সিরিজের এই ৫জি ফোন চলতি মাসে ভারতে কেনা যাবে ১৫ হাজার টাকার কমে। এই ফোনে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে Panda Glass প্রোটেকশন। এছাড়াও এই ফোনে রয়েছে অক্টা-কোর প্রসেসর। এই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়িয়ে ১৬ জিবি পর্যন্ত করা সম্ভব। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। মোটো জি৩৪ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট রয়েছে। 


পোকো এম৬ ৫জি 


এটি ভারতের সবচেয়ে সস্তা ৫জি ফোন। কেনা যাবে ১৫ হাজার টাকার মধ্যেই। এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট। এই ফোনের র‍্যামের পরিমাণ ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে এই ফোনে। পোকো এম৬ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। পোকো এম৬ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। 


লাভা স্টর্ম ৫জি


গত বছর ভারতে লঞ্চ হয়েছিল এই ফোন। এটিও কেনা যাবে ১৫ হাজার টাকার কমেই। লাভা স্টর্ম ৫জি ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS 2.5D ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। লাভা স্টর্ম ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এই ফোনে সেকেন্ডারি ক্যামেরা সেনসর হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। সঙ্গে রয়েছে একটি স্ক্রিন ফ্ল্যাশ। লাভা সংস্থার এই ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।