মায়ামি: তাঁর ফ্রি কিকের জাদু গোটা বিশ্বকে সম্মোহিত করে। বাঁ পায়ের শট কীভাবে যে গোঁত্তা খেয়ে গোলে ঢুকে যাবে, ঠাহর করে উঠতে পারেন না দুঁদে গোলকিপাররাও। এমনকী, যে ডেভিড বেকহ্যামের (David Beckham) ফ্রি কিক ছিল বিশ্বখ্যাত, যাঁর ফ্রি কিকের জাদু নিয়ে আস্ত একটা সিনেমাই তৈরি হয়ে গিয়েছিল 'বেন্ড ইট লাইক বেকহ্যাম', সেই ইংরেজ তারকাও বলেন, ফ্রি কিকে সেরা লিওনেল মেসি (Lionel Messi)।


ইন্টার মায়ামিকে (Inter Miami) জেতালেন মেসি। মেজর লিগ সকারে রবিবার ফোর্ট লউডারডেলে ৫-০ গোলে অরল্য়ান্ডো সিটিকে (Orlando City) উড়িয়ে দেয় মেসির ইন্টার মায়ামি। দুরন্ত জোড়া গোল করেন লুইস সুয়ারেজ (Luis Suarez)। ৪ ও ১১ মিনিটে সুয়ারেজের জোড়া গোলে ২-০ এগিয়ে যায় ইন্টার মায়ামি। ২৯ মিনিটে ৩-০ করেন রবার্ট টেলর।


দ্বিতীয়ার্ধে পুরোটাই ছিল মেসি ম্যাজিক। ৬ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন আর্জেন্তিনার মহাতারকা। ৫৭ ও ৬২ মিনিটে গোল করে ৫-০ করে দেন মেসি। যদিও ম্যাচের শেষে এক খুদের চোখের জল আটকাতে পারলেন না আর্জেন্তিনার কিংবদন্তি।


ম্যাচে হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন মেসি। প্রতিপক্ষের পেনাল্টি বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল ইন্টার মায়ামি। যা মেসির কাছে স্যুইট স্পট। এই জায়গা থেকে ফ্রি কিকে অসংখ্য গোল করেছেন মেসি। যে জায়গায় মেসি ফ্রি কিক মারতে এলে গোলকিপারদের বুক ধুকপুক করে। তবে মেসি রবিবার লক্ষ্যভেদ করতে পারেননি। তাঁর গোলার মতো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে সেই শট গিয়ে আঘাত করে গোলপোস্টের পিছনের দিকে গ্যালারিতে বসে থাকা এক খুদে ভক্তের মুখে। কান্নায় ভেঙে পড়ে একরত্তি সেই মেয়ে।


 






ম্যাচ বড় ব্যবধানে জিতে মেসি বলেন, 'আমরা ভাল খেলছি। আমরা উপভোগ করছি। আজকের ম্যাচ জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যত ম্যাচ খেলছি, আমরা আরও শক্তিশালী হয়ে উঠছি।'                   


আরও পড়ুন: কেন কাজ ও দক্ষতার ভিত্তিতে সমাজে মেয়েদের মূল্যায়ন হবে না, প্রশ্ন তুললেন সানিয়া


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে