Smartphones Under 20,000: বাজেটের কারণে প্রিমিয়াম স্মার্টফোনের দিকে ঝুঁকতে পারেন না অনেক ক্রেতাই। বিকল্প হিসাবে মিডরেঞ্জে ফ্ল্যাগশিপ স্পেকস খোঁজেন তাঁরা। দেশের মোবাইল বাজার বলেছে ২০,০০০ টাকার মধ্যেই পাবেন এমনকিছু প্রিমিয়াম ফোন। দেখে নিন , কোন মোবাইলগুলি আছে সেরার তালিকায়। 

Xiaomi Redmi Note 11 ProXiaomi-র এই ফোনের 6GB RAM ছাড়াও রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ। এই মডেলের দাম ১৯,০৯৯ টাকা। এতে একটি ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা রয়েছে। ফোনে পাবেন ১২০ হার্টজের রিফ্রেশ রেট। এ ছাড়াও এতে পাবেন ৫০০০ এমএইচের ব্যাটারি।

Samsung Galaxy M33 5GSamsung Galaxy M33 5G-র দাম রাখা হয়েছে ১৬,৭৮০ টাকা। এই দাম এর ৬ GB RAM ও ১২৮ GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য রাখা হয়েছে। এতে একটি ৬.৫৯ ইঞ্চি স্ক্রিন রয়েছে। কোম্পানি এই ফোনে Exynos 1280 প্রসেসর দিয়েছে। এর অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ১২০ হার্টজের রিফ্রেশ রেট, ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ ও ৬০০০ এমএএইচের  ব্যাটারি।

OnePlus Nord CE 2 Lite 5GOnePlus Nord CE 2 Lite 5G ফোনের দাম ১৯,৯৪৫ টাকা। এই দাম এর ৬ GB RAM ও ১২৮ GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য রাখা হয়েছে। এতে একটি ৬.৫৯ ইঞ্চি স্ক্রিন ডিসপ্লে রয়েছে। এর ট্রিপল ক্যামেরায় একটি ৬৪ এমপি প্রধান ব্যাক ক্যামেরা রয়েছে। এর অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। এতে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর পাবেন।

Realme 9 Pro 5GRealme-র এই ফোনের দাম ১৮,৯৯৯ টাকা। এই দাম ৬ GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ-সহ মডেলের জন্য রাখা হয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 695 প্রসেসর দিয়েছে কোম্পানি। ক্যামেরার কথা বলতে গেলে, এতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ-সহ ৬৪ মেগাপিক্সেলের প্রধান ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে। এর সঙ্গে আপনি ৫০০০ এমএএইচের ব্যাটারি পাবেন।

আরও পড়ুন : পুরোনো মোবাইল বিক্রি করছেন ? আগে এই কাজ না করলে বিপদ !