Best 5G Phones Under Rs 15000: ৫জি ফোন, তাও আবার ১৫ হাজার টাকার মধ্যে ! নভেম্বরেই ভারতে পাবেন বেশ কয়েকটি মডেল, রইল তালিকা

Smartphones: সবকটি ফোনই ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে ১৫ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা। 

Continues below advertisement

Best 5G Phones Under Rs 15000: নভেম্বর মাস শেষ হতে চলেছে। হাতে বাকি দু'দিন। এর মধ্যে যাঁরা নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন এবং ৫জি মডেল (5G Phones) কিনবেন ভাবছেন তাঁদের জন্য রইল একটি তালিকা। এখানকার সব ফোনই ৫জি মডেল (5G Smartphones) এবং পাওয়া যাবে ১৫ হাজার টাকার মধ্যে। সবকটি ফোনই ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে ১৫ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা। 

Continues below advertisement

লাভা ব্লেজ প্রো ৫জি

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে কেনা যাবে ১২,৯৯৯ টাকা। এই ফোনের র‍্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর। এটি একটি ২.২ গিগা হার্টজের অক্টা কোর চিপসেট। এছাড়াও লাভা সংস্থার এই ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ফোনের রেয়ার ক্যামেরা সেটিংসে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা রয়েছে। তার সঙ্গে এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোনের ডিসপ্লের উপর পাঞ্চ হোল কাট আউটে সজ্জিত রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ক্যামেরা সেনসরের সাহায্যে ২কে ভিডিও রেকর্ডিং করা সম্ভব। ৩ ৩ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। প্রসঙ্গত উল্লেখ্য, লাভা ভারতের নিজস্ব কোম্পানি। 

আইকিউওও জেড৬ লাইট ৫জি

ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন থেকে কেনা যাবে ১২,৯৯৯ টাকায়। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর রয়েছে। তার সঙ্গে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর।

রেডমি ১২ ৫জি

এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর রয়েছে রেডমির এই ৫জি ফোনে। Android 13 এবং MIUI 14- র সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। ফোনের ডিসপেল্র উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। রেডমি ১২ ৫জি ফোনে একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে ৫০০০ এমএএইচের লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। 

ইনফিনিক্স হট ৩০ ৫জি

ইনফিনিক্স সংস্থার এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনের ওয়েবসয়াইটে ১৩,৫০০ টাকা। এই ফোনে ৬০০০ এমএএইচের ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের এআই রেয়ার মেন ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ৬.৭৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে ইনফিনিক্সের এই ফোনে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর। 

টেকনো পোভা ৫ প্রো ৫জি

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ফোন অ্যামাজন থেকে কেনা যাবে ১৪,৯৯৯ টাকায়। এই ফোনের র‍্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মেমোরি ফিউশন ফিচারের সাহায্যে। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা সেটিংস। আর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- ডিসেম্বরের শুরুতেই ভারতের বাজারে রেডমির নয়া ফোন, কী কী ফিচার থাকতে পারে?

Continues below advertisement
Sponsored Links by Taboola