Redmi Smartphone: রেডমি ১৩সি (Redmi 13C) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। নভেম্বর মাসে গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছে। রেডমি ১২সি (Redmi 12C) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে রেডমি ১৩সি ফোন। এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে একটি ৯এনএম মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। শাওমি সংস্থা জানিয়েছে, এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। এবার শাওমি কর্তৃপক্ষ জানিয়েছে যে ভারতের বাজারেও লঞ্চ হতে চলেছে রেডমি ১৩সি ফোন। কোন কোন রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে তার আভাসও পাওয়া গিয়েছে। সেই সঙ্গে ফাঁস হয়েছে সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন। রেডমি ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে আগামী ৬ ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১৩সি ফোন। দুটো রঙে এই ফোন লঞ্চ হবে দেশের বাজারে, এমনটাই জানা গিয়েছে শাওমির অফিশিয়াল ওয়েবসাইটের টিজার পেজ থেকে। এই ফোনে থাকতে চলেছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। Stardust Black এবং Star Shine Green- এই দুই রঙে রেডমি ১৩সি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। ভারতে লঞ্চ হতে চলা মডেলে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকার কথা শোনা গিয়েছে। গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা ফোনের ফিচারের দিক থেকে মিল থাকবে বলেই অনুমান করা হচ্ছে।


আর কী কী ফিচার থাকতে পারে রেডমি ১২সি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে



  • শোনা যাচ্ছে, একটি ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এর রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। 

  • এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি auxiliary লেন্স থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।

  • রেডমি ১৩সি ফোনে অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14 out-of-the-box- এর সাপোর্ট থাকতে পারে। তাছাড়াও থাকতে পারে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। ভারতে রেডমি ১৩সি ফোনের দাম কত হতে পারে কিংবা কী কী র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি। 


আরও পড়ুন- আচমকাই মারাত্মক 'স্লো' হয়ে গিয়েছে ল্যাপটপ? ডিভাইস দ্রুত গতিতে কাজ করানোর জন্য কী কী অতি অবশ্যই করবেন?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y