New Whatsapp Features: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ (Whatsapp) সংস্থা প্রায় প্রতি মাসেই কিছু না কিছু নতুন ফিচার (Whatsapp Features) লঞ্চ করে। ২০২৩ সাল অর্থাৎ এবছর এখনও পর্যন্ত যে হোয়াটসঅ্যাপ ফিচারগুলি চালু হয়েছে সেগুলি একনজরে দেখে নেওয়া যাক।


একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ব্যবহার হবে একাধিক ডিভাইসে- একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি ব্যবহার করা যাবে দুটো ফোনে। চারটি ডিভাইসের ক্ষেত্রেও এই কাজ করা যাবে। 


চ্যাট লক ফিচার- আগে শুধু হোয়াটসঅ্যাপ অ্যাপটি লক করে রাখা যেত। তবে এখন আপনি নির্দিষ্ট চ্যাটও লক করে রাখতে পারবেন। ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট-দু'ক্ষেত্রেই এই ফিচার কাজ করবে। নতুন এই চ্যাট লক ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ইউজারদের প্রাইভেসি আরও ভালভাবে বজায় থাকবে। সুরক্ষিত থাকবে চ্যাট। অর্থাৎ ইউজারদের নিরাপত্তা, গোপনীয়তা সবই বাড়বে।


এডিট মেসেজ- অনেক সময়েই হোয়াটসঅ্যাপে আমরা ভুল মেসেজ পাঠিয়ে ফেলি। অটো কারেক্টের দৌলতে বানান ভুল করে থাকি। এক্ষেত্রে ইউজারদের সুবিধায় হাজির নতুন ফিচার এডিট মেসেজ। ভুল মেসেজ পাঠানোর পরে ১৫ মিনিট পর্যন্ত সময় পাবেন ইউজাররা। সম্প্রতিই এই এডিট মেসেজ ফিচার চালু হয়েছে হোয়াটসঅ্যাপে। 


শেয়ার করা যাবে হাই-কোয়ালিটির ছবি- এইচডি মানের ছবি এবার শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে। সাধারণত হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করলে তার গুণমান বা কোয়ালিটি খারাপ হয়ে যায়। তবে এই নতুন ফিচারের সাহায্যে তা আর হবে না। একদম এইচডি কোয়ালিটির ঝকঝকে ছবি শেয়ার করা যাবে। এর জন্য অবশ্য একটু বেশি ইন্টারনেট খরচ হবে আগের তুলনায়। 


ভিডিও রেকর্ডিং মোড- এতদিন হোয়াটসঅ্যাপে ভিডিও রেকর্ড করতে হলে ক্যামেরা সেকশনের শাটার বাটন প্রেস করে তারপর ভিডিও রেকর্ড করতে হতো ইউজারদের। কিন্তু এই নতুন ফিচারের সাহায্যে একটি ডেডিকেটেড ভিডিও রেকর্ডিং মোড যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। আলাদা এই বাটনের সাহায্যে ভিডিও রেকর্ড করা যাবে। 


ভয়েস স্ট্যাটাস- হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা অডিও বার্তা পাঠাতে সকলেই জানেন। কিন্তু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভয়েস মেসেজ কীভাবে আপলোড করা যায়? এই সুবিধাও ইউজারদের জন্য নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গিয়ে পেনসিল আইকন ক্লিক করলে পরের স্ক্রিনে মাইক্রোফোন আইকন পাবেন। সেখানে রেকর্ডিং করে ভয়েস মেসেজ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেওয়া যাবে। ৩০ সেকেন্ডের রেকর্ডিং হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আপলোড করা যায়।  


আরও পড়ুন- কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি