নয়াদিল্লি: অ্যান্ড্রয়েডে পাওয়া যাচ্ছিল আগেই। অপেক্ষা করতে হচ্ছিল আইওএস গ্রাহকদের। অবশেষে প্রতীক্ষার বাঁধ ভাঙল। দেশে লঞ্চ করল ব্যাটেলগ্রাউন্স মোবাইল ইন্ডিয়া(BGMI iOS Release)।
এবার থেকে আইফোন ও আইপ্যাডেও অ্যাপ স্টোর থেকে নামানো যাবে এই গেম। জুনের মাঝামাঝি সময় থেকেই অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ভারতে পাওয়া যাচ্ছিল এই গেম। তার আগেই শুরু হয়েছিল ফোনের প্রি-রেজিস্ট্রেশন।কদিন আগেই অ্যাপলের সফটওয়্যারে Battlegrounds Mobile India (BGMI)গেম পাওয়ার ইঙ্গিত দিয়েছিল জনপ্রিয় গেমিং কোম্পানি ক্রাফটন। ইনস্টাগ্রাম পোস্টে গেমের iOS ভার্সন লঞ্চ করার কথা বলেছিল তারা।
বর্তমানে অ্যাপস্টোরের তালিকাভুক্ত হয়েছে ব্যাটেলগ্রাউন্ডস। আইফোন, আইপ্যাড ছাড়াও আইপড টাচে ডাউনলোড করা যাবে এই গেম। এটা আসলে ১.৯ জিবি সাইজের গেম।ব্যাটেলগ্রাউন্ডস ডাউনলোড করতে iOS 9.0/iPadOS 9.0 বা তার থেকে উন্নত ভার্সন থাকতে হবে গ্রাহকের কাছে।ক্রাফটনের তরফে জানানো হয়েছে, এই গেম ডাউনলোডের জন্য কমপক্ষে ২ জিবি RAM লাগবে।
এই গেম আইওএস ইউজারদের জন্য থাকছে Recon Mask, Recon Outfit, the Celebration Expert Title, and 300AG in-game currency-র মতো পুরস্কার।এ ছাড়াও থাকছে গ্যালাক্সি মেসেঞ্জার সেট। ৫ কোটি ডাউনলোডের পুরস্কারস্বরূপ এই রিওয়ার্ড দেবে কোম্পানি।
ইতিমধ্যেই গুগল প্ল স্টোর থেকে ৫ কোটি বার এই গেম ডাউনলোড হয়েছে। যার পুরস্কারস্বরূপ '৫ কোটি ডাউনলোড রিওয়ার্ড' দেবে গেমিং কোম্পানি। এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বাছাবাছি করবে না ক্রাফটন। সব ইউজারদেরই এই 'রিওয়ার্ড' দেওয়া হবে। ক্রাফটন জানিয়েছে, ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ইউজারদের জন্য কিছু বিশেষ উপহার রয়েছে কোম্পানির। অ্যান্ড্রয়েড বা আইওএস সব অপারেটিং সিস্টেমেই পাওয়া যাবে সেই সুযোগ।