Grover In trouble: ফের খবরের শিরোনামে BharatPe-র প্রাক্তন সহ-প্রতিষ্ঠাতা ও  শার্ক ট্যাঙ্কের প্রাক্তন বিচারক Ashneer Grover। আবারও বাড়তে পারে তাঁর সমস্যা। এবার অশনির গ্রোভারের বিরুদ্ধে মামলা করলেন ফিনটেক ইউনিকর্ন ভারতপে-র প্রতিষ্ঠাতা ভোভিক কোলাদিয়া। 


Ashneer Grover Sued: দিল্লি হাইকোর্টে হবে শুনানি 
অশনির গ্রোভারের বিরুদ্ধে মামলায় তাঁর কোম্পানির শেয়ার দাবি করেছেন ভোবিক কোলাদিয়া। এই বিষয়টি আগামীকাল অর্থাৎ ১৮ জানুয়ারি দিল্লি হাইকোর্টে উঠবে। সেখানেই শুনানি হবে এই মামলার। শোনা যাচ্ছে, আগামীকাল এই বিষয়টি বিচারপতি প্রতীক জালানের সামনে দিল্লি হাইকোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত হবে।


Ashneer Grover Case: ভোবিক কোলাদিয়া ঠিক কী বলেছেন ?
BharatPe-র সহ-প্রতিষ্ঠাতা Ashneer Grover-এর বিরুদ্ধে Bhavik Koladia দায়ের করা মামলায় গ্রোভারের বিরুদ্ধে তাঁর শেয়ার ফেরত পেতে আইনি পদক্ষেপ নিচ্ছেন। অতীতে কোলাদিয়া বলেছিলেন, ভারতপেতে তার বড় বিনিয়োগ রয়েছে।  তিনি অদূর ভবিষ্যতের জন্য কোম্পানিতে বিনিয়োগ চালিয়ে যাবেন।  রিপোর্ট বলছে,অতীতে গ্রোভার কোলাদিয়ার হয়ে ভারতপে-তে কিছু শেয়ার নিয়েছিলেন। এখন সেই শেয়ার চাইছেন কোলাদিয়া।


Ashneer Grover BharatPe-এর তৃতীয় প্রাক্তন সহ-প্রতিষ্ঠাতা
সহ-প্রতিষ্ঠাতা হিসাবে ভাবিক কোলাদিয়া ও শাশ্বত নাকরানি ২০১৭ সালে BharatPe প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময়ে ভাবিক কোলাদিয়া কোম্পানির মুখ হিসাবে বিনিয়োগকারীদের কাছ থেকে ফান্ড কালেক্ট করতেন। ২০১৮ সালের জুন মাসে Ashneer Grover তৃতীয় সহ-প্রতিষ্ঠাতা হিসাবে BharatPe-তে যোগদান করেন।


নানা ঝামেলার জেরে নিজের তৈরি আর্থিক সংস্থার (fintech) বোর্ডে আগে থেকেই সমস্যা চলছিল। একাধিক আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল আশনির গ্রোভার এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। সেই ঝামেলায় সংস্থার পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। এবার সংস্থায় তাঁর অংশীদারিত্বেও তালা লাগাচ্ছে সংস্থা। আর্থিক তছরুপের অভিযোগ ওঠায় এমন পদক্ষেপ বলে সূত্রের খবর। শুধু তাই নয়, ভারতপের কো-ফাউন্ডার (co-founder) বা যুগ্ম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় ছিল আশনির গ্রোভারের। সেই পরিচয়ও (tag) সরিয়ে দেওয়া হল সংস্থার তরফে। 


ভারতপের তরফে অভিযোগ উঠেছিল, গ্রোভার ও তাঁর পরিবার সংস্থার মূলধন তছরুপ করেছে। ভুয়ো নথি তৈরি করে সংস্থার টাকাও অন্যত্র সরানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই টাকা নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করেছে  গ্রোভার পরিবার। অভিযোগ রয়েছে এমনটাও। এমন বিষয় নিয়ে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। সেই বিষয়টি জানার পরেই সমস্ত পদ থেকে পদত্যাগ করছেন জানিয়ে ই-মেল করেছিলেন অশনীর। এরপরেই কড়া পদক্ষেপ করল ভারতপের বোর্ড। 


 


আরও পড়ুন : Union Budget 2023: বাজেটে আয়করের নিয়মে বড় পরিবর্তন ? এই ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী