Tech News: বিগ বিলিয়ন ডে, গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের পর এবার ভারতেও ঢুকে পড়ল Black Friday। কেন এই নামে সেলের ধুম পড়েছে দেশে। জেনে নিন ব্ল্যাক ফ্রাইডের আসল ইতিহাস।
Black Friday Update: ভারতেও ঢুকে পড়েছে ব্ল্যাক ফ্রাইডে
সম্প্রতি বিশেষ অফারের ঢেউ উঠেছে অনলাইন বিজনেস ওয়েবসাইট ছাড়াও দেশের অফলাইন মার্কেটে। সেই ক্ষেত্রে ব্ল্যাক ফ্রাইডের বিজ্ঞাপন দেখানো হচ্ছে সর্বত্র। ব্ল্যাক ফ্রাইডের সেল নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়েবসাইট পর্যন্ত আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে সেলের নাম নিয়ে কৌতূহল বেড়েছে ক্রেতাদের মনে। ভারতেও শুরু হয়েছে ব্ল্যাক ফ্রাইডে সেল। ইতিমধ্যেই অনেক ব্র্যান্ড তাদের পণ্য বিক্রয়ের জন্য তালিকাভুক্ত করেছে । এই সেলে ইলেকট্রনিক্স, হোম কেয়ার ডিভাইস, জামাকাপড় ও অন্যান্য পণ্যের উপর বিশাল ছাড় দেওয়া হচ্ছে।
Tech News: আগে ভারতে হয়েছে এই সেল ?
ব্ল্যাক ফ্রাইডে সেল আগে ভারতে হয়নি। আমেরিকায় শুরু হয়েছিল এই সেল। তবে এবার ভারতেও শুরু হয়েছে এই বিশেষ অফার । ব্ল্যাক ফ্রাইডে সেলের কারণে অনেক ই-কমার্স ওয়েবসাইট পণ্যে ছাড় দিচ্ছে। ব্ল্যাক ফ্রাইডেতে শুধু অনলাইন নয়, অফলাইন স্টোরেও পাচ্ছেন বিশাল ছাড়। মানুষও এই সেলে প্রচুর কেনাকাটা করছে। লোকেরা ব্ল্যাক ফ্রাইডে বিক্রয়ের পুরো সুবিধা নিচ্ছেন ক্রেতারা। জেনে নিন এর ইতিহাস।
Black Friday Update: 'ব্ল্যাক ফ্রাইডে' কী ?
মার্কিন যুক্তরাষ্ট্রে 'থ্যাঙ্কসগিভিং'-এর ঠিক পরেই ব্ল্যাক ফ্রাইডের বিক্রি শুরু হয়। এই সেল মনে করিয়ে দেয় উত্সবের মরসুম শুরু হতে চলেছে। সুতরাং আপনি ক্রিসমাসের জন্য কেনাকাটা শুরু করতে পারেন। এই সেলে ব্যবহারকারীরা সেইসব পণ্যগুলিতে সেরা অফার ও ছাড় পাবেন, যেগুলি দ্রুত বিক্রি হয়। দেখা গেছে, ব্ল্যাক ফ্রাইডের ডিলগুলি বিশেষত ইলেকট্রনিক্স পণ্যগুলিতে পাওয়া যায়। নভেম্বরের শেষ বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ডে পালিত হয়। ব্ল্যাক ফ্রাইডে পালিত হয় তার পরের দিন অর্থাৎ শুক্রবার। এই বছর ব্ল্যাক ফ্রাইডে ২৬ নভেম্বর শুরু হয়েছে।
Black Friday History: ব্ল্যাক ফ্রাইডের ইতিহাস
১৯৫০ সালে ফিলাডেলফিয়ার পুলিশ বাহিনী ব্ল্যাক ফ্রাইডে শব্দটি প্রথম ব্যবহার করেছিল। তখন বহু পর্যটক ফুটবল খেলা দেখার জন্য শহরে ভিড় জমাতেন। এসব পর্যটক পুলিশের মাথাব্যথার কারণ হয়ে উঠত। তখন শহরের দোকানের বাইরে দীর্ঘ লাইন পড়ত। অনেক খুচরো বিক্রেতাও এই শব্দ ব্যবহার করতেন। ১৯৮৫ সালে ব্ল্যাক ফ্রাইডে সারা আমেরিকা জুড়ে জনপ্রিয়তা অর্জন করে। তবে দোকানে প্রচুর ভিড় সামলাতে কালঘাম ছুটত পুলিশের। সেই বিশ্ৃঙ্খলার কথা স্মরণ করেই একে ব্ল্যাক ফ্রাইডে বলা হত। তবে ২০১৩ সালের পর বিশ্বে ব্ল্যাক ফ্রাইডে পালিত হতে থাকে।