OnePlus 11: ওয়ানপ্লাস ১১ (OnePlus 11) ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে তা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এই ফোন লঞ্চ হতে পারে Glossy Green এবং Matte Black- এই দুই রঙে। এখনও অবশ্য ওয়ানপ্লাস ১১ ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। জানা গিয়েছে, এই ফোনে দেখা গিয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। ওয়ানপ্লাস ১১ প্রো ফোন আসলে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের সাকসেসর মডেল হতে চলেছে। নতুন ফোনে ১২ জিবি পর্যন্ত র‍্যাম থাকতে চলেছে। সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে এই ফোনে। ওয়ানপ্লাস ১১ ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকতে পারে বলে শোনা গিয়েছে। সেখানে ২কে রেজোলিউশন পেতে পারেন ইউজাররা। ওয়ানপ্লাস ১১ ফোনে একটি ৬.৭ ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাসের নতুন ফোন। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এছাড়াও ওয়ানপ্লাস ১১ ফোনে ৪৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং ৩২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। ওয়ানপ্লাস ১১ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


Realme 10 Pro Series: রিয়েলমি ১০ প্রো সিরিজের (Realme 10 Pro Series) দুটো ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ডিসেম্বর মাসে। শোনা গিয়েছে, রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি (realme 10 Pro Plus 5G) এবং রিয়েলমি ১০ প্রো ৫জি (Realme 10 Pro 5G) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৮ ডিসেম্বর। চলতি মাসেই চিনে লঞ্চ হয়েছে এই দুই ফোন। ভারতে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই দুই ফোন। 


Lava Blaze NXT: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Lava Blaze NXT স্মার্টফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। সেখানে এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ধার্য হয়েছে ৯২৯৯ টাকা। লাল এবং সবুজ রঙে লঞ্চ হয়েছে Lava Blaze NXT ফোন। কবে থেকে দেশে এই ফোনের বিক্রি শুরু হবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। চলতি বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Lava Blaze ফোন। তারই আপডেটেড ভার্সান হিসেবে লঞ্চ হয়েছে Lava Blaze NXT ফোন।


আরও পড়ুন- ভিভো-র সাব-ব্র্যান্ড iQoo-এর নতুন ফোন আসছে, একসঙ্গে লঞ্চ হবে দুটো মডেল