Blaupunkt Xtreme: ভারতে নতুন ইয়ারবাডস (Earbuds) লঞ্চ করেছে Blaupunkt সংস্থা। সম্প্রতি লঞ্চ হয়েছে তাদের Xtreme ওয়্যারলেস ইয়ারবাডস (Wireless Earbuds)। একবার পুরো চার্জ দিলে এই ইয়ারবাডস চালু থাকবে প্রায় ১২০ ঘণ্টা। এই ইয়ারবাডসে রয়েছে ৮০০ এমএএইচের ব্যাটারি, যা অন্যান্য ইয়ারবাডসের তুলনায় অনেকটাই বেশি। এছাড়াও এই ইয়ারবাডসের মধ্যে লাগানো রয়েছে একটি অ্যাডভান্স চিপ (Advance Chip)। তার সাহায্যে পাওয়ার কনজাম্পশন (এক্ষেত্রে ব্যাটারি বা চার্জ) কমানো যায় প্রায় ২০ শতাংশ পর্যন্ত। ইউজাররা যাতে একবার চার্জ দিয়ে ইয়ারবাডস অনেকক্ষণ ব্যবহার করতে পারেন সেই লক্ষ্যেই তৈরি হয়েছে Blaupunkt সংস্থার এই Xtreme ওয়্যারলেস ইয়ারবাডস। 


শুধু ব্যাটারি লাইফ নয় বিভিন্ন দিক থেকে ইউজারদের অভিজ্ঞতা ভাল করার জন্য এই ওয়্যারলেস ইয়ারবাডসে রয়েছে আরও অনেক ফিচার। ক্লিয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত মাইক রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তির সাপোর্ট। এর ফলে ইউজাররা আশপাশে ভিড় থাকলে, আওয়াজ হলে, হট্টগোল হলেও একদম ক্রিস্টাল ক্লিয়ার শব্দ শুনতে পাবেন। এই ইয়ারবাডসের চার্জিং কেস ব্যবহার করে ইয়ারবাডসগুলিতে ৮ বার পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব হবে। কারণ এই ইয়ারবাডসে রয়েছে TurboVolt ফাস্ট চার্জিং প্রযুক্তির সাপোর্ট। এর সাহায্যে মাত্র ১৫ মিনিটের চার্জে ৫ ঘণ্টার প্লেটাইম সাপোর্ট পাওয়া সম্ভব। অতএব বোঝাই যাচ্ছে রাস্তাঘাটে ব্যবহারের জন্যেও এই ইয়ারবাডস বেশ কার্যকরী। 


ফোনের সঙ্গে সংযুক্ত থাকাকালীন এই ইয়ারবাডসের মাধ্যমে ফোনে কথা বলার সময় ইউজারদের কোনও অসুবিধা হবে না। বরং দুর্দান্ত অডিও কোয়ালিটি পাবেন তাঁরা। একই সুবিধা পাওয়া যাবে ভয়েস ইন্টার‍্যাকশনের ক্ষেত্রেও। মোট চারটি এআই মাইক রয়েছে এই ইয়ারবাডসে। প্রতিটি ইয়ারবাডসে দু'টি করে মাইক রয়েছে। এর সঙ্গে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশনের ফিচার। তার ফলে ভিড়ের জায়গাতেও এই ইয়ারবাডসে কানে থাকলে একদম স্বচ্ছ, স্পষ্ট শুনতে পাবেন ইউজাররা। 


গেমারদের জন্যেও এই ইয়ারবাডস উপযোগী। এখানে রয়েছে বিশেষ গেমিং মোড যেখানে ল্যাটেন্সি কমানো যায়। তার ফলে গেম খেলার সময় ইউজারদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা দারুণ হবে। দুরন্ত সাউন্ড এফেক্ট পাবেন তাঁরা। এই ইয়ারয়াবডসে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটির সাপোর্ট রয়েছে। এর মাধ্যমে ইউজাররা ভাল আওয়াজ শুনতে পাবেন এবং অনেক দূর পর্যন্ত কানেকশনভালভাবেই বজায় থাকবে। ইউজারদের স্বাচ্ছন্দ্যের দিকেও নজর দিয়েছে নির্মাণকারী সংস্থা। তাই এই ইয়ারবাডসের ওজন হাল্কা রাখা হয়েছে যাতে সারাদিন কানে থাকলেও অসুবিধা না হয়। ভাল গুণমানের জিনিস দিয়ে তৈরি হয়েছে এই ইয়ারবাডস। ভারতে Blaupunkt Xtreme ওয়্যারলেস ইয়ারবাডস কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ১৬৯৯ টাকায় এই ইয়ারবাডস কেনা যাবে। 


আরও পড়ুন- ভারতে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন কোন কোন র‍্যাম এবং স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে? ফোনের রঙই বা কী কী হতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।