Smart Phone Tips: ফোনের স্ক্রিনে অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখে বিরক্ত ? না চাইলেও স্ক্রিন জুড়ে এসে যাচ্ছে 'অ্যাড'! মোবাইলের এই বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে বেছে নিন সহজ রাস্তা।জানুন, কীভাবে মোবাইলে বন্ধ করা যায় 'অ্যাড'।
Smart Phone Tips: ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় স্মার্টফোনের মাঝখানে চলে আসে বিজ্ঞাপন। অনেক অ্যাপ খুললেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় আপনাকে। না চাইলেও আপনার ফোনের স্ক্রিনে দেখা যায় বিজ্ঞাপন। মাঝপথে আসা এইসব বিজ্ঞাপন বেশিরভাগ ক্ষেত্রেই বিরক্ত করে ইউজারদের। আপনিও যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে এই খবরটি অবশ্যই আপনার কাজে লাগবে। এখানে আমরা আপনাকে এমন একটি কৌশল বলছি, যার মাধ্যমে কোনও থার্ঢ পার্টি অ্যাপ ছাড়াই এই ধরনের বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারেন আপনি।
Smart Phone Tips: কোন সূত্রে সমাধান ?
কোনও তৃতীয় পক্ষের অ্যাপ ছাড়াই অবাঞ্ছিত বিজ্ঞাপনগুলি থেকে মুক্তি পেতে আপনার ফোনে অবশ্যই থাকতে হবে Android 9.0 Pie বা তার উপরের সংস্করণ। বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে আপনাকে ফোনের প্রাইভেট ডিএনএস ফিচার অ্যাকটিভ বা সক্রিয় করতে হবে। আসুন এবার জেনে নিন কীভাবে এটি সক্রিয় করবেন।
Smart Phone Tips: কীভাবে বন্ধ করবেন বিজ্ঞাপন ?
১ এই ফিচার সক্রিয় করতে প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংসে যান।
২ কিছু ফোনে Private DNS নেটওয়ার্ক ও কানেক্টিভিটিতে দেওয়া থাকে।
৩ কিছু ফোনে অবশ্য এই ফিচার আপনি আলাদাভাবে দেওয়া হয়।
৪ এটি সহজে খুঁজে পাওয়ার উপায় হল সেটিংসে সার্চ ট্যাবে Private DNS টাইপ করুন।
৫ এই টাইপ করার পর স্বয়ংক্রিয়ভাবে এই বিকল্পটি আপনার সামনে চলে আসবে।
৬ এখন আপনাকে প্রাইভেট ডিএনএস-এ ক্লিক করতে হবে।
৭ এখানে আপনি অফ, অটো ও প্রাইভেট ডিএনএস বিকল্প দেখতে পারবেন।
৮ এখানে নিচে আপনাকে আপনার নিজের DNS প্রোভাইডারের হোস্ট নেম লিখতে বলা হবে।
৯ এই বিভাগে adguard.com লিখে সেভ করুন।
১০ এই প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার স্মার্টফোনে অবাঞ্ছিত বিজ্ঞাপন আসা বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন : Apple Update: অ্যাপলের এই সিদ্ধান্তে টেক বিশ্বে হৈ চৈ, 'ক্ষতির মুখে' পড়বে এরা !
আরও পড়ুন : Asus ProArt StudioBook: ম্যাকবুকের সঙ্গে হবে তুলনা, নতুন ল্যাপটপ আনল আসুস