Asus ProArt StudioBook: কনটেন্ট ক্রিয়েটার, ভিজুয়াল আর্টিস্টদের জন্য সুখবর। এতদিন বেশি দাম হওয়ার কারণে যারা ম্যাকবুক কিনতে পারছিলেন না এবার তাদের জন্য এসে গেল Asus ProArt StudioBook। এই ল্যাপটপের ইউএসপি এর ১৬ ইঞ্চি ওএলইডি স্ক্রিন।


Asus ProArt StudioBook: ছোট স্ক্রিনে কাজ করতে সমস্যা। তাই কনটেন্ট ক্রিয়েটারদের জন্য আগেই ১৬ ইঞ্জির ম্যাকবুক এনেছিল অ্যাপল। যদিও অত্যন্ত ব্যায়বহুল হওয়ায় সাধারণের নাগালের বাইরে ছিল সেই ল্যাপটপ। এবার তুলনামূলকভাবে অনেক কম দামে ১৬ ইঞ্চির দুর্দান্ত ডিসপ্লের ল্যাপটপ নিয়ে এল আসুস। কোম্পানির দাবি, তাদের এই ফ্ল্যাগশিপ মডেলে আস্থা রাখবে ক্রিয়েটররা।


Asus ProArt StudioBook: ল্যাপটপের স্পেসিফিকেশন
এই ল্যাপটপে রয়েছে DCI-P3 কালার গ্যামট ডিসপ্লে। সঙ্গে পাবেন দ্রুত অ্যাডজাস্টমেন্টের জন্য দেওয়া হয়েছে আসুস ডায়াল। এছাড়াও শ্লিল্পী, ক্রিয়েটর, ডিজাইনার, মিউজিক প্রোডিউসারদের জন্য Asus ProArt Lab প্রোগ্রাম দিয়েছে কোম্পানি।4K OLED HDR স্ক্রিন দেওয়া হয়েছে এই ল্যাপটপে। আসুসের এই ল্যাপটপে রয়েছে প্যান্টোন ও ক্যালম্যানের সার্টিফিকেশন। ল্যাপটপে রয়েছে AMD Ryzen 5000 series (H5600) প্রসেসর। সঙ্গে দেওয়া হয়েছে Nvidia GeForce RTX 3070 (H5600) গ্রাফিক্স। এই ফ্ল্যাগশিপ ল্যাপটপে রয়েছে 64GB পর্যন্ত 3200MHz DDR4 RAM, USB 3.2 Gen 2 Type-C ports, HDMI 2.1 ও  SSD Express 7.0 কার্ড রিডার। 


Asus ProArt StudioBook 16 OLED : ল্যাপটপের দাম


কোম্পানির এই ফ্ল্যাগশিপ মডেলের মূল্য ভারতে শুরু হচ্ছে 1,69,990 টাকা থেকে। ল্যাপটপটি জানুয়ারি থেকে অ্যামাজন, ফ্লিপকার্ট, ROG স্টোর ও Asus এক্সক্লুসিভ স্টোর-সহ অফলাইন খুচরো বিক্রেতার কাছে পাওয়া যাবে। প্রোআর্ট স্টুডিওবুক 16 ওএলইডি মূলত সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল। এবার ভারতে এই ল্যাপটপ লঞ্চ করল আসুস।


Oppo foldable phone: স্যামসাঙের সঙ্গে হবে টক্কর, Find N ফোল্ড ফোন আনছে Oppo


Google new rule: চাকরি যেতে পারে ! বেতন বন্ধের নির্দেশ গুগলের