নয়া দিল্লি: ওপেন আই-এর চ্যাটজিপিটিকে (OpenAI ChatGPT) রুখতে এবার পাল্টা চ্যাটবট নিয়ে এসেছে গুগল। বাজারে এল গুগল বার্ড(Google Bard) প্রযুক্তি। ইলন মাস্কের চ্যাটজিপিটির ক্রমাগত উত্থান ঠেকাতেই এই প্রযুক্তি নিয়ে এসেছে কোম্পানি। কিন্তু লঞ্চ করেই বিপত্তি! বিজ্ঞাপনের জন্য ডিজাইন করা গুগলের নতুন এআই বট প্রশ্নের ভুল উত্তর দিচ্ছে, এমনটাই প্রকাশ্যে এসেছে।


সোমবার ট্যুইটারে একটি বিজ্ঞাপন ভিডিও প্রকাশ পায়। সেখানে দেখা যায়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আবিষ্কার সম্পর্কে বার্ডের উত্তর, এই টেলিস্কোপই প্রথম সৌরজগতের বাইরের গ্রহের ছবি তোলে। কিন্তু আদতে ২০০৪ সালে ইউরোপে বিশাল এক টেলিস্কোপ থেকে এই ছবি তোলা হয়। নিউক্যাসল ইউনিভার্সিটির ফেলো ক্রিস হ্যারিসন ট্যুইটারে লেখেন, ‘এই উত্তর শেয়ার করার আগে যাচাই করেনি কেন’?                                                              


 চলতি সপ্তাহে মাইক্রোসফট বলেছে, গুগলের থেকে অনেক পিছিয়ে থাকা বিং সার্চ ইঞ্জিনে তারা আরও উন্নত আকারে চ্যাটজিপিটি প্রযুক্তি ব্যবহার করবে। বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করে বলেছেন, প্রযুক্তিতে তাড়াহুড়ো করলে ভুলের ঘটনাও বেড়ে যায়। 


আরও পড়ুন, লেখা দিলেই গান তৈরি করে দেবে AI,সুরকারদের কী হবে ?


সম্প্রতি বিশ্বের কৃত্তিম বুদ্ধিমত্তার জগতে দুরন্ত গতিতে এগিয়েছে চ্যাটজিপিটি। এলন মাস্কের কোম্পানি ওপেন এআই-এর চ্যাটবট সামনে আনতেই চিন্তায় পড়ে যায় গুগল। মাত্র কয়েকদিনেই ১০ লক্ষের বেশি গ্রাহক হয়ে যায় এই চ্যাটবটেই। মূলত, গ্রাহকের প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিতে সক্ষম এই প্রযুক্তি। যা গুগলের সার্চ ইঞ্জিনে সম্ভব নয়।                                                                 


একবার কিছু প্রশ্ন করতেই আপনাকে সেই সম্পর্কে কিছু লিঙ্ক দেয় গুগল। সেখান থেকে নিজে পড়ে কোনও বিষয় সম্পর্কে ধারণা করতে হয় আমাদের। সেখানে চ্যাটচজিপিটির রোবট আপনাকে প্রতিটি বিষয় সম্পর্কে গবেষণাপত্রের মতো তথ্য় সরবরাহ করে। যা গুগলের সার্চ ইঞ্জিনের থেকে কয়েক ধাপ এগিয়ে। সম্প্রতি এই প্রযুক্তিগত অ্যাডভান্টেজ থেকেই এগিয়ে যায় চ্যাটজিপিট। সেই কারণেই বাজারে গুগল বার্ড এসেছে।