Boat Earbuds: ভারতে লঞ্চ হয়েছে বোটের নতুন ইয়ারবাডস Boat Nirvana Ivy, এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারবাডস। বোটের এই ইয়ারবাডস রয়েছে ডুয়াল ১১ মিলিমিটারের ড্রাইভার্স এবং একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ থাকলে ৫০ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে এই ইয়ারবাডস। Boat Nirvana Ivy ইয়ারবাডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের (ANC Feature) সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে গুগল ফাস্ট পেয়ারিং (Google Fast Pairing) সাপোর্ট। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডস। মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি ফিচারের (Multipoint Connectivity) সাপোর্ট রয়েছে এই ফোনে। অর্থাৎ একসঙ্গে একাধিক ডিভাইসে এই ইয়ারবাডস কানেক্ট করা যাবে একসঙ্গে। এই ইয়ারবাডসে রয়েছে boAt Hearables অ্যাপের সাপোর্ট।
ভারতে Boat Nirvana Ivy ইয়ারবাডসের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে
Boat Nirvana Ivy ইয়ারবাডস ভারতে লঞ্চ হয়েছে ২৯৯৯ টাকায়। বোট সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, অ্যামাজন, রিলায়েন্স ডিজিটাল ক্রোমা এবং বিজয় সেলস থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে। গানমেটাল ব্ল্যাক, গানমেটাল হোয়াইট, কোয়ার্টজ সিয়ান- এই তিন রঙে লঞ্চ হয়েছে Boat Nirvana Ivy ইয়ারবাডস।
Boat Nirvana Ivy ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- এই ইয়ারবাডসে ৫০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে যা আশপাশের অপ্রয়োজনীয় আওয়াজ সরিয়ে স্পষ্ট আওয়াজ পেতে আপনাকে সাহায্য করবে।
- এই ইয়ারবাডস ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে এবং ধুলোয় সহজে বোটের এই ইয়ারবাডস নষ্ট হবে না।
- ইন-ইয়ার ডিটেকশন ফিচার রয়েছে বোটের এই ইয়ারবাডসে। এর সাহায্যেই প্লেব্যাক কন্ট্রোল, পজ, অডিও রিজিউম সব সুবিধা পাওয়া যাবে। ইয়ারবাডসে কানে লাগালে এবং খুললেই এই ফিচারগুলি কাজ করবে।
- এই ইয়ারবাডসের চার্জিং কেসে ৪০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর প্রতিটি ইয়ারবাডসে রয়েছে ৪০ এমএএইচ ব্যাটারি। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব এই ইয়ারবাডসে। বোট সংস্থার দাবি এই ইয়ারবাডস পুরো চার্জ হতে মাত্র ৩৫ মিনিট সময় লাগে। আর এই চার্জিং কেসে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ১.৫ ঘণ্টা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।