BSNL New Plan: জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া, একের পর এক দাম বাড়িয়েছে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি। আগামী ৩ জুলাই থেকে বাড়ছে সেই দাম। এর মধ্যেই যেন খুশির খবর নিয়ে এল সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। সম্প্রতি তারা একটি ট্যারিফ প্ল্যান ঘোষণা করেছে। এই প্ল্যান মোতাবেক ২৪৯ টাকায় (BSNL Rs 249 Special Plan) ৪৫ দিনের জন্য পরিষেবা পাওয়া যাবে। আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি ২ জিবি করে নেট দেওয়া হবে। পাশাপাশি ১০০টি এসএমএস ফ্রি রোজ।


দাম বাড়াচ্ছে সব সংস্থাই


টেলিকম সংস্থাগুলির মধ্যে বেসরকারি জায়ান্ট সংস্থাগুলির প্রত্যেকেই দাম বাড়িয়ে দিচ্ছে। প্রত্যেক সংস্থার পপুলার প্ল্যানগুলির দাম বাড়ছে প্রায় ২১ থেকে ২৬ শতাংশ করে। এই অবস্থায় অনেকে আগাম রিচার্জও করে নিচ্ছেন। কিন্তু সেই আগাম রিচার্জের নিয়মে এয়ারটেল কিছু বাধানিষেধ এনেছে। তবে জিও বা ভোডাফোন কোনও বাধানিষেধ আনেনি। কিন্তু পরিস্থিতি এমনটা হলেও দামের দিক থেকে বিশেষ সুরাহা হচ্ছে না। এই অবস্থায় বিএসএনএল সত্যিকার সুখবর নিয়ে এল তাদের গ্রাহকদের জন্য।


বিএসএনএল-র ২৪৯ টাকার প্ল্যানে (BSNL New Plan) কী কী সুবিধা ?



  • আনলিমিটেড কলিংয়ের সুবিধা থাকবে

  • ৪৫ দিনের জন্য এই প্ল্যান দেওয়া হবে।

  • ৪৫ দিনের জন্য মোট ৯০ জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে।

  • প্রতিদিন ১০০ টি এসএমএস ফ্রি।


এখনও পর্যন্ত প্ল্যানের খরচ বাড়ায়নি বিএসএনএল


অন্যান্য সংস্থাগুলি প্ল্যানের খরচ বাড়িয়ে দিলেও বিএসএনএল এখনও প্ল্যানের খরচ বাড়ায়নি। তবে অদূর ভবিষ্যতে প্ল্যানের খরচ বাড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না।


এয়ারটেলের আগাম রিচার্জে নয়া নিষেধাজ্ঞা



  • আগাম রিচার্জ আগামী ৭৩০ দিন অর্থাৎ ২ বছরের জন্য করা যাবে। তার পর থেকে নতুন প্ল্যানই রিচার্জ করতে হবে।

  • যেসব ইউজাররা ১৫৫, ১৭৯, ১৯৯, ২৮৯, ২৯৬, ৪৫৫, ৫০৯, ১৭৯৯ প্ল্যানগুলি রিচার্জ করিয়ে থাকেন, তাদের ওই একই প্ল্যান রিচার্জ করতে হবে।

  • তবে ২০৯, ২৩৯, ২৬৫, ২৯৯,৩১৯,৩৫৯, ৩৯৯, ৪৭৯, ৪৯৯, ৫১৯, ৫৪৯, ৬৬৬, ৬৯৯, ৭১৯, ৭৭৯, ৮৩৯, ৮৬৯, ৯৯৯, ১৪৯৯, ২৯৯৯ ও ৩৩৫৯ প্ল্যানের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য হবে না বলে জানিয়েছে এয়ারটেল। অর্থাৎ এই প্ল্যানগুলি চালু থাকলে ভবিষ্যতে যেকোনও প্ল্যান রিচার্জ করা যাবে।


তবে জিও ও ভোডাফোন আইডিয়া এমন কোনও নিয়ম আনেনি এখনও পর্যন্ত।


আরও পড়ুন - খরচ বাঁচাতে আগেভাগে রিচার্জ করছেন ? এই সংস্থার তাদের নিয়মে আনল বড় বদল


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।