Belly Fat: ওজন কমানো (Weight Loss) নিঃসন্দেহে বেশ কষ্টকর একটি প্রক্রিয়া। যত সহজে আমাদের ওজন বাড়ে, তত সহজে মোটেই কমে না। অতিরিক্ত ওজন কমাতে রীতিমতো কালঘাম ছুটে যায়। করতে হয় বিভিন্ন ধরনের কসরত। এর মধ্যে সবচেয়ে কষ্টকর হল বেলি ফ্যাট (Belly Fat) বা পেটের অংশে জমে থাকা মেদ ঝরানো। আমাদের শরীরের অন্যান্য অংশের অতিরিক্ত মেদ কমাতে যা কসরত করতে হয়, পেটের বিশেষ করে তলপেট অংশে জমে থাকা চর্বির স্তর ঝরাতে তার থেকে অনেক গুণ বেশি কসরত করতে হয়। আর ওজন কমানোর সার্বিক প্রক্রিয়ায় খাওয়া-দাওয়া একটি বিশেষ ভূমিকা পালন করে। আপনি কী খাচ্ছেন, কখন খাচ্ছেন, কতটা পরিমাণে খাচ্ছেন- সবের উপর নির্ভর করে আপনার ওজন কতটা কমবে, কত কম সময়ে কমবে। 


আমাদের প্রায় সকলেরই খাদ্য তালিকায় থাকে কালো রঙের বেশ কিছু খাবার যা বেলি ফ্যাট কম সময় ঝরাতে দারুণ ভাবে সাহায্য করে। হয়তো আপনি এইসব খাবার খেয়েও থাকেন। কিন্তু এর গুণাবলী জানা ছিল না এতদিন। তাই এখন জেনে নিন দেখতে কালো রঙের কোন কোন খাবার আমাদের পেটের অংশে জমে থাকা মেদ দ্রুত ঝরাতে সাহায্য করে এবং কীভাবে করে- এই বিষয়ে খুঁটিনাটি তথ্য। 


কালো রঙের খাবার কীভাবে আমাদের ওজন কমাতে সাহায্য করে 


কালো রঙের বেশ কিছু খাবার রয়েছে যেগুলিতে তাদের এই কালো বা কালচে রঙের জন্যই থাকে অ্যান্থোসিয়ানিন নামের এক প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট যা ওজন কমাতে বিশেষ করে বেলি ফ্যাট বা পেটের মেদ ঝরাতে সাহায্য করে। তাই এই জাতীয় খাবার তাঁরা অবশ্যই মেনুতে যোগ করুন যাঁরা ওজন কমানোর জন্য দিবারাত্র পরিশ্রম করছেন। 


এবার দেখে নেওয়া যাক পেটের মেদ কম সময়ে কমাতে পাতে কোন কোন কালো রঙের খাবার রাখবেন এবং কেন রাখবেন 


ব্ল্যাক বিনস- ওজন কমাতে বিশেষ করে পেটের মেদ ঝরাতে সাহায্যে করে ব্ল্যাক বিন। এই খাবারে রয়েছে প্রচুর পুষ্টি উপকরণ। প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ ব্ল্যাক বিন দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং সার্বিক ভাবে ক্যালোরি গ্রহণের ক্ষমতা কমায়। 


ব্ল্যাক রাইস- ওজন কমাতে সাহায্য করে ব্ল্যাক রাইস। আর ওজন কমানোর মধ্যে সবচেয়ে কষ্টসাধ্য হল পেটের মেদ ঝরানো। সেক্ষেত্রেই সাহায্য করে এই বিশেষ ধরনের চাল। ব্রাউন রাইস তো প্রায় সকলেই শুনেছেন। এবার পাতে থাকুক ব্ল্যাক রাইস। কারণ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ব্ল্যাক রাইস প্রদাহজনিত সমস্যা অর্থাৎ ইনফ্লেমেশন কমায় এবং নিয়ন্ত্রণে রাখে ওজন। 


ব্ল্যাকবেরি- কালোজাম অর্থাৎ ব্ল্যাকবেরি পেটের মেদ বা বেলি ফ্যাট ঝরাতে সাহায্য করে দারুণ ভাবে। এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। কালোজামের মধ্যে ক্যালোরির পরিমাণ খুবই কম। আর রয়েছে প্রচুর পরিমাণে জলীয় উপকরণ। এই ফল খেলেও পেট ভরে থাকবে অনেকক্ষণ। 


ব্ল্যাক চিয়া সিডস- চিয়া সিড খেলে ওজন কমে একথা প্রায় সকলেরই জানা। চিয়া সিড কালো রঙেও পাওয়া যায় যা দ্রুত মেদ ঝরাতে সাহায্য করে। ফাইবার, প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ব্ল্যাক চিয়া সিড পেট ভরিয়ে রাখে এবং খাইখাই ভাব কমাতে সাহায্য করে। 


কালো তিল- তিল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। তাই অনেকেই রান্নায় তিল ব্যবহার করেন। সাদা তিল এবং কালো তিলের মধ্যে কালো রঙের তিল ওজনা কমাতে সাহায্য করে। কালো তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট যা আমাদের পেটের অংশে জমে থাকা মেদ কমাতে সাহায্য করে। 


আরও পড়ুন- বর্ষার দিনে স্যাঁতস্যাঁতে হয়ে যায় ঘর, অস্বস্তিকর গন্ধে হতে পারেন অসুস্থ, সমস্যা দূর করবেন কীভাবে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।