Mobile Recharge Plan: বিএসএনএল খুব দ্রুত সারা দেশে তাদের ৪জি পরিষেবা ছড়িয়ে দেবে। আর ইতিমধ্যে কিছু কিছু টেলিকম সার্কলে এই ৪জি পরিষেবা চালুও করে দিয়েছে সংস্থা। আশা করা যাচ্ছে এই বছরের শেষের মধ্যেই এই রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর (Mobile Recharge) সংস্থা সারা দেশে সঠিকভাবে ৪জি নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে। আর নেটওয়ার্ক উন্নত করার পাশাপাশি বিএসএনএল (BSNL Recharge Plan) দেশের অন্য সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গেও পাল্লা দিচ্ছে। অন্য সমস্ত টেলিকম অপারেটরগুলি যখন রিচার্জের দাম বাড়িয়ে দেয়, সেই সময় থেকে হু হু করে বাড়তে থাকে বিএসএনএলের গ্রাহক সংখ্যা। ১ বছরের মেয়াদ সহ বিএসএনএলের (Recharge Plan) একটি দারুণ রিচার্জ প্ল্যান আছে যা অন্য সমস্ত টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানের থেকে সস্তায় পাবেন। খরচ হবে মাত্র ১১৯৮ টাকা, মেয়াদ থাকবে ৩৬৫ দিন। আরও কী সুবিধে আছে এই রিচার্জ প্ল্যানে ?


বিএসএনএলের বেশিরভাগ প্ল্যানই খুব সাশ্রয়ী, গ্রাহকদের অনেক কম খরচে বেশি সুবিধে দিয়ে থাকে এই সংস্থা। এমনই একটি রিচার্জ প্ল্যান হল ১১৯৮ টাকার যেখানে ভয়েস কলের পাশাপাশি ডেটা ও এসএমএসের সুবিধেও পাবেন গ্রাহকরা। এই ১১৯৮ টাকার রিচার্জে গ্রাহকরা পাবেন ৩০০ মিনিট ভয়েস কল, প্রতি মাসে ৩০টি করে এসএমএসের সুবিধে এবং সারা বছরের জন্য মাত্র ৩৬ জিবি ডেটা। এটি মূলত একটি ভ্যালিডিটি প্ল্যান যার মেয়াদ ৩৬৫ দিন। অর্থাৎ এর মাঝে রিচার্জ বেনিফিট শেষ হয়ে গেলে ছোটখাটো টপ আপ রিচার্জ করেও আপনি সিম চালু রাখতে পারবেন বা কাজ সারতে পারবেন। এই প্ল্যান নিলে এক বছরের জন্য কোনো চিন্তা ছাড়াই চালু রাখা যাবে আপনার সিম।


এক বছরের মেয়াদের এই প্ল্যানটিই সবথেকে সস্তায় পাবেন আপনি। তবে এতেই শেষ নয়, ৩৬৫ দিনের মেয়াদ দেবে এমন আরও দুটি রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএলের যাতে আরো বেশি বেনিফিট পাবেন গ্রাহকরা। এর মধ্যে রয়েছে ১৯৯৯ টাকার এবং ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান।


বিএসএনএলের ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধে, থাকছে ৬০০ জিবি ডেটা এবং প্রতি দিনে ১০০টি করে এসএমএসের সুবিধে। আর অন্যদিকে ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনি পাবেন ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দিনে ১০০টি করে এসএমএসের সুবিধে। এই দুটি প্ল্যানেরও মেয়াদ রয়েছে ৩৬৫ দিন অর্থাৎ গোটা একটা বছর।


আরও পড়ুন: Diwali 2024 Offer: বাড়ি কিনলে গাড়ি ফ্রি, দীপাবলিতে নতুন অফার ! কোথায় ?