BSNL Recharge Plan: ভারতে প্রায় একই সময়ে প্রিপেড এবং পোস্টপেড রিচার্জ প্ল্যানের ট্যারিফ (Recharge Plan Tariff) বাড়িয়েছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন- এই তিন টেলিকম সংস্থা। কিন্তু বিএসএনএল (BSNL Recharge Plans)- এর রিচার্জ প্ল্যানের খরচ বাড়েনি। বরং 'জিও ছেড়ে বিএসএনএল' নেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় বলছেন নেটিজেনদের একটা বড় অংশ। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে বিএসএনএল- এর আরও দু'টি সস্তার রিচার্জ প্ল্যানের খবর। এর মধ্যে একটি প্ল্যানের মেয়াদ ২৮ দিন। অন্যটির ৩০ দিন। আর এই দুই প্ল্যানের খরচ যথাক্রমে ১০৮ টাকা এবং ১৯৯ টাকা। অর্থাৎ গ্রাহকরা ২০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন এই দুই রিচার্জ প্ল্যান।
চলুন দেখে নেওয়া যাক বিএসএনএল- এর এই দুই রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা রয়েছে গ্রাহকদের জন্য
১০৮ টাকার রিচার্জ প্ল্যান, মেয়াদ ২৮ দিন
এখানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলের পরিষেবা। এছাড়াও প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হয়ে গেলেও চিন্তা নেই। ৪০কেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এটি একটি ফার্স্ট রিচার্জ কুপন প্ল্যান। অর্থাৎ যাঁরা নতুন বিএসএনএল নম্বর নেবেন তাঁরাই কেবলমাত্র এই রিচার্জ করতে পারবেন। জিও, এয়ারটেল, ভোডাফোনের রিচার্জ প্ল্যানের ট্যারিফ বেড়ে যাওয়ার পর যাঁরা বিএসএনএল- এর কানেকশন ব্যবহার করবেন বলে ভাবছেন তাঁরা যদি মোবাইল নম্বর পোর্ট না করে নতুন সিম নেন তাহলে এই ১০৮ টাকার রিচার্জ করে তার সুবিধা নিতে পারবেন।
১৯৯ টাকার রিচার্জ প্ল্যান, মেয়াদ ৩০ দিন
এই প্ল্যানে রিচার্জ করলে ৩০ দিনের জন্য মাত্র ১৯৯ টাকায় গ্রাহকরা পাবেন আনলিমিটেড ফ্রি কলের পরিষেবা। প্রতিদিন ২ জিবি করে ৩০ দিনে মোট ৬০ জিবি ডেটাও পাওয়া যাবে বিএসএনএল- এর এই রিচার্জ প্ল্যানে। এছাড়াও থাকছে প্রতিদিন ১০০ ফ্রি এসএমএস- এর সুবিধাও। অর্থাৎ আক্ষরিক অর্থেই একদম একমাসের জন্য পরিষেবা পাবেন গ্রাহকরা। কারণ এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩০ দিন রেখেছে বিএসএনএল।
এবার দেখে নেওয়া যাক বিএসএনএল- এর ৩৯৫ দিনের রিচার্জ প্ল্যানে ইউজাররা কী কী সুবিধা পাবেন
- প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি হাই-স্পিড ডেটা।
- এর পাশাপাশি প্রতিদিনে ১০০ ফ্রি এসএমএসের সুবিধাও থাকবে।
- আর পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা। সমস্ত নেটওয়ার্কে এই পরিষেবা পাওয়া যাবে।
- অতিরিক্ত সুবিধা হিসেবে বিএসএনএল- এর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন ফ্রি রোমিং সাপোর্ট।
- এছাড়াও পাওয়া যাবে জিং মিউজিক, বিএসএনএল টিউনস, হার্ডি গেমস, চ্যালেঞ্জার অ্যারেনা গেমস এবং গেমঅন অ্যাস্ট্রোটেল- এইসবের পরিষেবা।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে পারে ভিভো ভি৪০ সিরিজ, ক্যামেরায় থাকতে পারে আকর্ষণীয় ফিচার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।