Zomato Stock: ২০২৪ সালে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর শেয়ার। এক বছরে ১৫৫ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক (Stock Market) আর ২০২৪ সালের শুরু থেকে ধরলে তাতেও মুনাফা। ১১২ শতাংশ বেড়েছে শেয়ারের দাম। এই বছর ৮ মাসের মধ্যে ৭ মাসেই পজিটিভ রিটার্ন এসেছে এই স্টকে (Zomato Share Price)। তবে এখন বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন এসেছে যে জোমাটোর শেয়ারে বিনিয়োগ করা ঠিক হবে কিনা। বৈশ্বিক ব্রোকারেজ ফার্ম এ ব্যাপারে বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন। আরও কি বাড়বে জোমাটোর শেয়ার ?


জোমাটোর শেয়ারের টার্গেট প্রাইস বাড়িয়েছে এই ব্রোকারেজ ফার্ম


মঙ্গলবার অর্থাৎ আজ জোমাটোর শেয়ারের দাম ৭.৩০ টাকা পড়ে এখন দাঁড়িয়েছে ২৪৯ টাকায়। বৈশ্বিক ব্রোকারেজ ফার্ম নোমুরা জানিয়েছে যে এই জোমাটোর শেয়ার আরও বাড়বে, ২৮০ টাকার সীমা অবধি যেতে পারে এই শেয়ার। ব্রোকারেজ ফার্মের পক্ষ থেকে এই শেয়ারে বাই রেটিং দেওয়া হয়েছে। আরও ৯ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই শেয়ারের, এমনই জানাচ্ছে ব্রোকারেজ ফার্ম। ত্রৈমাসিকের দুরন্ত ফলাফলের জন্যেই এত গতি এই শেয়ারে। শুধু ফুড ডেলিভারি থেকেই এর আয় হয় না, ব্লিক ইট থেকেও ভাল মুনাফা করে সংস্থা।


৪ দিনেই ১৪ শতাংশ বেড়েছে দাম


বিগত মাত্র ৪ দিনের মধ্যেই জোমাটোর স্টকের দাম ১৪ শতাংশ বেড়েছে। এর আগে জুন মাসে ১৪ শতাংশ এবং জুলাই মাসে ১৪.৪ শতাংশ বেড়েছিল এই শেয়ারের দাম। তবে মে মাসে ৭.২৫ শতাংশ পড়েছিল এই শেয়ারের দাম। জানুয়ারি মাসে ১২.৮ শতাংশ, ফেব্রুয়ারিতে ১৮ শতাংশ এবং মার্চ মাসে ১০ শতাংশ বেড়েছে শেয়ারের দাম। এপ্রিলেও এই বছর জোমাটোর শেয়ারে ৬ শতাংশ মুনাফা এসেছে। ফলে বছরের শুরু থেকেই বেড়েই চলেছে জোমাটোর শেয়ারের দাম।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: HDFC Bank: ক্রেডিট কার্ডের নিয়মে আবার বদল আনল HDFC ব্যাঙ্ক, কী কী মানতে হবে এবার ?