Twitter: ট্যুইটারে 'ব্লু ভেরিফিকেশন টিক মার্ক' (Twitter Blue Checkmark) এবার থেকে কিনতে পারবেন ইউজাররা। তার জন্য খরচ লাগবে মাসে ৮ ডলার। মঙ্গলবার ট্যুইট করে একথাই ঘোষণা করেছেন জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটের নতুন কর্ণধার ইলন মাস্ক (Elon Mask)। ট্যুইটারের ব্লু ভেরিফিকেশন টিক মার্ক (Twitter Blue Mark) যে টাকা দিয়ে কেনা যাবে একথা অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল। তবে কত টাকা খরচ হতে পারে তা সঠিকভাবে জানা যাচ্ছিল না। এবার সেই টাকার পরিমাণ ট্যুইট করে জানিয়ে দিয়েছেন খোদ ট্যুইটারের নতুন মালিক। অর্থাৎ ট্যুইটারে ব্লু টিক সমেত ভেরিফায়েড অ্যাকাউন্ট পেতে চাইলে এখন থেকে ইউজারদের মাসে ৮ ডলার খরচ করতে হবে। এর পাশাপাশি আরও কিছু সুবিধা পাবেন ইউজাররা। যেমন- ট্যুইটে সার্চ করা বা রিপ্লাই করার ক্ষেত্রে ওই নির্দিষ্ট ইউজারদের প্রাধান্য দেওয়া হবে।


ট্যুইট করে ইলন মাস্ক একথাও বলেছেন যে এবার থেকে ব্লু টিক মার্ক থাকা ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডার এবং বাকিদের মধ্যে আর পার্থক্য থাকবে না। ইউজাররা চাইলেই পয়সা খরচ করে কিনে নিতে পারবেন ব্লু টিক মার্ক। এর পাশাপাশি জানা গিয়েছে, ট্যুইটারে যাঁরা অ্যাকাউন্টে ব্লু টিক মার্ক পয়সা দিয়ে কিনবেন তাঁরা বড় ভিডিও বা অডিও পোস্ট করার সুযোগ পাবেন। তার পাশাপাশি প্রায় অর্ধেক হয়ে যাবে বিজ্ঞাপনের সংখ্যা। এছাড়াও ট্যুইটারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক প্রকাশকদের নতুন সুযোগ দেওয়া হবে। 


 






সম্প্রতি ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। ইতিমধ্যেই তিনি ট্যুইটারে একগুচ্ছ পরিবর্তন এনেছেন। তিনি এও ঘোষণা করেছেন যে, ট্যুইটারিয়ানরা খুব তাড়াতাড়ি ট্যুইটারের এমন ভার্সান পেতে চলেছেন যা তাঁদের আগের থেকেও বেশি পছন্দ হবে। ইলন মাস্কের কথায় বোঝা গিয়েছে যে ট্যুইটারের যে ভার্সান ইউজারদের পছন্দ সেটাই তাঁরা বেছে নেওয়ার সুযোগ পাবেন। আর সেটাই ব্যবহারকারীদের জন্যও ভাল হবে বলে মনে করেন তিনি।


ট্যুইটার হাতে নিয়েই কোম্পানির বড় কর্তাদের ছাঁটাই করেছেন ইলন মাস্ক। সরিয়ে দেওয়া হয়েছে ট্যুইটারের সিইও পরাগ আগরওয়ালকেও। এই পদ তিনি নিজেই অধিগ্রহণ করেছেন। কোম্পানির তিন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। তাঁর মধ্যে রয়েছেন দুই ভারতীয় বংশোদ্ভূত। চাকরি থেকে বরখাস্ত তিন কর্মকর্তাকে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে মাস্ককে। এখন ট্যুইটারের অন্তর্বর্তীকালীন সিইও হয়েছেন ইলন মাস্ক।


আরও পড়ুন- ট্যুইটারে মাস্ক আতঙ্ক ! ৭ তারিখের মধ্যে কাজ না হলে চাকরি যাবে অনেকের