Car of Indian Prime Minister: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আগেই সেজে উঠেছিল সারা দেশ। গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে 'অমৃত মহোৎসব'। গত ১৫ অগাস্ট লাল কেল্লায় একটি কালো এসইউভিতে চড়ে ভাষণ মঞ্চে যান প্রধানমন্ত্রী। জানেন, এই কালো গাড়ি কোন কোম্পানির। কত দাম হতে পারে এই এসইউভির ?


Narendra Modi's Car: প্রধানমন্ত্রীর গাড়িতে রয়েছে এই বিশেষ বৈশিষ্ট্য
রেঞ্জ রোভার সেন্টিনাল গাড়িতে চড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসে তার বাসভবন থেকে লাল কেল্লার দিকে এই গাড়িতে চড়েই মঞ্চে পৌঁছন তিনি। সেদিন এই গাড়ির দিকে নজর ছিল সবার। মনে রাখবেন, এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ির মধ্যে গণ্য করা হয়। জেনে নিন, কী বিশেষত্ব রয়েছে গাড়িতে ?


Indian Prime Minister Car: কোথায় আলাদা রেঞ্জ রোভার সেন্টিনাল 
রেঞ্জ রোভার সেন্টিনেল ছোট বা বড় যেকোনও ধরনের আক্রমণের মোকাবিলা করতে পারে। এই গুণের কারণে এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ি হিসাবে বিবেচিত হয়। এই গাড়িতে কোনও বোমা বা বুলেট হামলার প্রভাব পড়ে না। এমনকি আইইডি বিস্ফোরণেও এই প্রধানমন্ত্রীর গাড়ির কোনও ক্ষতি করা যাবে না।


Narendra Modi's Car: আক্রমণ প্রতিরোধে সক্ষম এই গাড়ি 
প্রধানমন্ত্রীর এই গাড়িতে হামলায় টায়ার নষ্ট হয়ে গেলেও পিএম মোদির এই গাড়িটি খুব আরামে ১০০ কিলোমিটারের বেশি চলতে পারে। খারাপ আবহাওয়া, জল, কাদা, পাথুরে রাস্তাও এই গাড়ির জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে না। এই গাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এতে কোনও বায়োলজিক্যাল অস্ট্র হানার প্রভাব পড়ে না। অর্থাৎ এই গাড়িটি গ্যাস ও রাসায়নিক আক্রমণকেও নস্যাৎ করতে সক্ষম। সব মিলিয়ে এই গাড়ির ভেতরে বসা ব্যক্তির কোনও ক্ষতি করতে পারবে না। না কোনো শক্তি।


Indian Prime Minister Car: ইঞ্জিন খুব শক্তিশালী


বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনটি প্রধানমন্ত্রী মোদীর রেঞ্জ রোভার সেন্টিনেলে জাগুয়ার সোর্সড 5.0-লিটার, সুপারচার্জড V8 ইঞ্জিনে চলে। এই শক্তিশালী ইঞ্জিন সর্বোচ্চ 375 bhp শক্তি ও 508 Nm সর্বোচ্চ টর্ক জেনারেট করতে পারে।


Narendra Modi's Car: কত দাম গাড়ির ?


প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদির এই রেঞ্জ রোভার সেন্টিনালের দাম ১০ থেকে ১৫ কোটি টাকা বলা হচ্ছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে এই গাড়িটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।


আরও পড়ুন : Mercedes-AMG One: ২১ কোটি টাকার গাড়ি, মার্সেডিজ আনল এই পাওয়ার মেশিন