কলকাতা: অ্যাপলের (iPhone Security Issues) ফোন বা ল্যাপটপের বিক্রি সাম্প্রতিক সময়ে অনেকটাই বেড়েছে। ক্রেতারা নানা সময়ে জানিয়েছেন অ্যাপলের আইফোন বা ম্যাকবুক বেছে নেওয়ার অন্যতম কারণ অ্যাপলের দেওয়া তথ্যের সুরক্ষা। সংস্থার তরফেও বারবার করে সুরক্ষার প্রতিস্রুতি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। এবার বহুমূল্যের এই ফোন-ল্যাপটপ নিয়েই দুশিন্তার কথা শোনাল কেন্দ্রীয় সরকার। আইফোন, আইপ্যাড এবং অন্য অ্যাপল সরঞ্জাম থেকে তথ্য চুরির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
Indian Computer Emergency Response Team (CERT-In)- সম্প্রতি জানিয়েছে অ্যাপলের ওই সরঞ্জাম থেকে স্পুফিং (এ) বা তথ্যফাঁসের মতো ঘটনা ঘটতে পারে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'অ্যাপলের সরঞ্জামে একাধিক বিপদের রিপোর্ট মিলেছে কোনও হ্যাকারকে গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল দিয়ে দিতে পারে। নিরাপত্তার স্তরগুলি পেরিয়ে যেতে পারে। নির্দিষ্ট মেশিনে অ্য়াটাকও করা যাবে।' বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বিপদের গুরুত্ব 'high'
একাধিক অ্যাপল সফটওয়ারে এই বিপদের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। আইফোনের (iOS), আইপ্যাডের (iPadOS) একাধিক সফটওয়ারে এটি দেখা গিয়েছে। সেই তালিকায় কী কী আছে?
iOS ও iPadOS-এর 17.6 এবং 16.7.9 -এর আগের ভার্সন, 14.6-এর আগের macOS Sonoma ভার্সন, 13.6.8-এর আগের macOS Ventura ভার্সন, 12.7.6-এর আগের macOS Monterey ভার্সন, 10.6-এর আগের watchOS ভার্সন, 17.6-এর আগের tvOS ভার্সন, 1.3-এর আগের visionOS ভার্সন, 17.6-এর আগের Safari ভার্সন
Apple নিজে তদন্ত না করে তাদের কোনও প্রোডাক্টের নিরাপত্তা সংক্রান্ত কোনও বক্তব্য রাখে না। গত সপ্তাহেই অ্যাপল তাদের সাম্প্রতিক সিকিউরিটি আপডেট বের করেছে।
বিপদ থেকে বাঁচার উপায়?
CERT-In অ্যাপল ব্যবহারকারীদের বলেছে যত দ্রুত সম্ভব ঠিকমতো অ্যাপল প্রোডাক্টগুলির সফটঅয়ার আপডেট করে নিতে হবে।
যে কোনও সংস্থাই নির্দিষ্ট সময় অন্তর তাদের ফোন, ল্যাপটপের মতো সামগ্রীর সফটওয়ার আপডেট করা হয়। বাগ ফিক্সিং থেকে শুরু করে সফটওয়ারের নানা সমস্যা এড়ানোর জন্য এই ধরনের আপডেট বের করা হয়। আগের সফটওয়ারে কোনওরকম সমস্যা থাকলে, তথ্যফাঁস হতে পারে এমন সম্ভাবনা থাকলে সেই দিকগুলি ঠিক করার জন্য সফটওয়ার আপডেট আনা হয়। সেগুলি নির্দিষ্ট সময় মেনে দ্রুত আপডেট করাই সমীচীন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আগামী কয়েকদিন তুমুল বৃষ্টির পূর্বাভাস! আজ ভাসবে কোন কোন জেলা?