GPT 4.o: গত সোমবার ওপেন এআই সংস্থা আরও উন্নত এবং দক্ষ এবং আরও বেশি মানুষের মত কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন সংস্করণ নিয়ে এল প্রকাশ্যে। চ্যাট জিপিটিকেও (ChatGPT) এবার টেক্কা দেবে এই নতুন সংস্করণ, বলা ভাল চ্যাট জিপিটির থেকেও এটি অনেক দ্রুতগতিতে কাজ করবে এবং মানুষ খুব সহজে বিনামূল্যে এটি ব্যবহার করতে পারবে। এর আগে গুগলের এআই (Open AI) টুল গুগল জেমিনির (Google Gemini) আপডেট আসার কথা ছিল, তবে তাঁর আগেই গুগলের যোগ্য প্রতিদ্বন্দ্বী ওপেন এআই বাজারে নিয়ে এল এর ফ্ল্যাগশিপ প্রোডাক্টটি।
সান ফ্রান্সিসকোতে জিপিটি 4o-এর (ChatGPT) উদ্বোধন অনুষ্ঠানে ওপেন এআই সংস্থার মুখ্য প্রযুক্তি আধিকারিক মীরা মুরাতি জানান যে তাঁরা অত্যন্ত খুশি ও আনন্দিত যে বিনামূল্যেই চ্যাট জিপিটির ব্যবহারকারীদের এই নতুন GPT 4o দিতে পারা গিয়েছে। এই নতুন মডেলের নামে যে 'o' আছে তা আসলে Omni-কে বোঝায়। কয়েক সপ্তাহ ধরে আগামীতে এই 'ওমনি' ব্র্যান্ডের পণ্য ওপেন এআইয়ের পোর্টফোলিওতে থাকবে। যে সমস্ত গ্রাহক টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছিলেন চ্যাটজিপিটি তাঁরা এই টুলটির সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই জিপিটি ৪ও (ChatGPT) কণ্ঠস্বর, ছবি কিংবা টেক্সট যে কোনওরকম ইনপুট দিলেই তাঁর যথাযোগ্য উত্তর দিতে এবং প্রসেসিং করতে পারবে। ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান জানান যে, এই জিপিটির নতুন ভয়েস ও ভিডিয়ো মোড কম্পিউতার ইন্টারফেস হিসেবে একটা অসাধারণ জিনিস। অর্থাৎ বোঝা যাচ্ছে যে চ্যাটজিপিটির পুরনো ভার্সনের সঙ্গে এবার জুড়ে গিয়েছে ভয়েস ও ভিডিয়ো ভার্সন।
এর আগে চ্যাটজিপিটি (GPT 4o) দ্বিভাষীর কাজ করত, এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের কাজ করত এবং কঠিন বীজগাণিতিক সমস্যারও সমাধান করতে পারত। এই নতুন জিপিটির সংস্করণে আগের ফিচার্স যা ছিল সব বহাল থাকছে, তবে বহুভাষিক বার্তালাপ, অডিয়ো, ভিডিয়ো এবং আরও অনেক কিছু নতুন জুড়ে গিয়েছে এতে। আগের মত টেক্সট, রিজনিং, কোডিং ইন্টেলিজেন্সও থাকছে এই জিপিটি ৪ও-তে। সবথেকে বড় ব্যাপার একেবারে মানুষের মতই বার্তালাপ করতে পারবেন এই নতুন সংস্করণে, ২৩২-৩২০ মিলিসেকেন্ডের মধ্যেই আউটপুট এনে দেবে GPT 4o।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।