OnePlus Nord CE 3 Lite: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোন (OnePlus Nord CE 4 Lite)। তার আগে ভারতে দাম কমেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের (OnePlus Nord CE 3 Lite)। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) ওয়েবসাইটে এই ফোনের দামে রয়েছে ২৫০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট। এই ছাড়ের ফলে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোন কেনা যাবে ১৭,৪৯৯ টাকায়। লঞ্চের সময় ওয়ানপ্লাসের নর্ড সিরিজের এই ফোনের দাম ছিল ১৯,৯৯৯ টাকা। 


এবার দেখে নেওয়া যাক ২৫০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনে অ্যামাজনের তরফে আর কী কী ছাড় রয়েছে 


ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই ফোনের ক্ষেত্রে ১২৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে। এই অতিরিক্ত ছাড় ক্রেতারা পাবেন এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে ফোন কিনলে। এর ফলে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের দাম আরও কমে হবে ১৬,২৪৯ টাকা। এছাড়াও এইডএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নন-ইএমআই ট্রানজাকশন করলে ক্রেতারা এই একই অফার পাবেন। 



ব্যাঙ্ক অফার ছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে ওয়ানপ্লাস নর্ড সি ৩ লাইট মডেল কিনলে ১৬,১৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। তবে যে ফোন এক্সচেঞ্জ বা পরিবর্তন করবেন তা ব্যবহারের বয়স এবং কী পরিস্থিতিতে রয়েছে তার উপরে ছাড়ের পরিমাণ নির্ভর করবে। 


ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার



  • ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১২ এবং OxygenOS 13.1- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। দুটো OxygenOS আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। 

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। ডুয়াল স্টিরিও স্পিকারের সঙ্গে এই ফোনে রয়েছে নয়েজ ক্যানসেলেশন ফিচারও।

  • জানা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ৫জি ফোনে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। একবার চার্জ দিলে সারাদিন ভালভাবেই এই ফোন ব্যবহার করা যাবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা। 

  • এই ফোনে রয়েছে একটি ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। 





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।