CMF Phone 1: নাথিং (Nothing) সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ (CMF) এবার ভারতে লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ফোন। খুব তাড়াতাড়ি লঞ্চ হবে সিএমএফ ফোন ১ (CMF Phone 1)। নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে এই ফোনের ডিজাইন কেমন হতে পারে তার একটা আভাস পাওয়া গিয়েছে এক্স মাধ্যমে। নাথিং ফোন ২এ (Nothing 2a) মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে পারে সিএমএফ ফোন ১। তবে ডিজাইনে কিছু চমক থাকবে এমন আভাস পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, ভারতে সিএমএফ ফোন ১ মডেলের দাম শুরু হতে পারে ১২ হাজার টাকার আশপাশে। অর্থাৎ বলাই যায় যে সিএমএফ ফোন ১ একটি বাজেট রেঞ্জের মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও নাথিং সংস্থা কিংবা সিএমএফ কর্তৃপক্ষ এখনও তাদের এই ফোন ভারতে কবে লঞ্চ হবে কিংবা তার দাম কত হতে পারে সেই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 


 






 


সিএমএফ ফোন ১- এর ডিজাইন কেমন হতে চলেছে, রইল তারই আভাস 


এই ফোনের ব্যাক প্যানেলে একটি কমলা রঙের faux-leather ফিনিশ দেখা যাবে। সেখানে একটি গোলাকার ডায়াল রয়েছে একদম কোণে। সিএমএফ বাডসের ক্ষেত্রেও চার্জিং কেসে এমন গোলাকার ডায়াল লক্ষ্য করা গিয়েছে। সিএমএফ ফোন ১- এ কেন এই ফিচার রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। অন্যদিকে অন্যান্য সমস্ত নাথিং ফোনের মতো সিএমএফ ফোন ১ মডেলে কোনও Glyph ইন্টারফেস এখনও দেখা যায়নি। 


সিএমএফ ফোন ১- এ কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন 



  • এই ফোনে ৬.৭ ইঞ্চির OLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।

  • এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ৬ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে। এছাড়াও ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে এই ফোন। 

  • সিএমএফ ফোন ১ মডেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে। 

  • এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- রেডমির নতুন স্মার্ট টিভি কিনতে পারবেন ১২ হাজার টাকার কমেই ! কী কী ফিচার রয়েছে ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।