CMF Phone 2 Pro: সিএমএফ সংস্থা, নাথিং কোম্পানির সাব-ব্র্যান্ড। সিএমএফ কর্তৃপক্ষ ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন সিএমএফ ফোন ২ প্রো। এই ফোন লঞ্চ হতে চলেছে সিএমএফ ফোন ১- এর সাকসেসর মডেল হিসেবে। অন্যদিকে জানা গিয়েছে, সিএমএফ ফোন ২ ছাড়াও সিএমএফ সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে তিনটি ইয়ারবাডস। এই তালিকায় রয়েছে সিএমএফ বাডস ২, সিএমএফ বাডস ২এ, সিএমএফ বাডস ২ প্লাস। এগুলি সবই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস।
ভারতে কবে লঞ্চ হতে চলেছে সিএমএফ ফোন ২ প্রো
নাথিং সংস্থা জানিয়েছে, ভারতে সিএমএফ ফোন ২ প্রো লঞ্চ হবে ২৮ এপ্রিল, সন্ধে ৬টা ৩০ মিনিটে। ওই একই দিনে এই ফোন গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে। এটি সিএমএফ সংস্থার দ্বিতীয় ফোন হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। আর সিএমএফ ফোন ২- এর সঙ্গেই লঞ্চ হতে চলেছে সিএমএফ বাডস ২, সিএমএফ বাডস ২এ এবং সিএমএফ বাডস ২ প্লাস- এই তিনটে ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন।
সিএমএফ ফোন ২ প্রো- এর একটি সম্ভাব্য ডিজাইনের ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেল ডিজাইন। প্লাস্টিক এজ দেখা গিয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে একটি স্ক্রু, যা রেয়ার প্যানলকে আটকে রেখেছে। সিএমএফ ফোন ১- এও এমনই ডিজাইন দেখা গিয়েছিল। সিএমএফ ফোন ২ প্রো মডেলে একটি চকচকে রেয়ার প্যানেল থাকতে চলেছে। তার উপর থাকছে ম্যাট ফিনিশ। আর উপরের বাঁদিকে রয়েছে 'সিএমএফ বাই নাথিং' লোগো। আগের মডেলের তুলনায় উন্নত ও আধুনিক ফিচার নতুন ফোনে থাকবে বলে মনে করা হচ্ছে।
কী কী ফিচার রয়েছে সিএমএফ ফোন ১ মডেলে
এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। এই ৫জি ফোনে একটি AMOLED ডিসপ্লে রয়েছে যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা যেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। সিএমএফ ফোন ১ - এ রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে ওয়্যারড এবং রিভার্স চার্জিং, দু'ধরনের ফিচারের সাপোর্টই রয়েছে। এই ফোনের বিশেষত্ব হল এই ফোনের ব্যাক প্যানেল বা রেয়ার প্যানেলের অংশ খুলে বদলানো যাবে। এখানকার স্মার্টফোনে এই ফিচার দেখা যায় না। এছাড়াও এই ফোনে বাড়ানো যাবে র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে।