Coca Cola Phone: ফোন লঞ্চ করবে কোকা-কোলা, ভারতেও আসবে সেই স্মার্টফোন

Smartphone: ইতিমধ্যেই এই ফোনের একটি সম্ভাব্য ছবি ও ডিজাইন প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ফোনের রেয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেনসর।

Continues below advertisement

Coca Cola Phone: কোকা-কোলা (Coca Cola) কোম্পানিও এবার লঞ্চ করতে চলেছে নতুন ফোন (Smartphone)। ভারতেও লঞ্চ হবে এই ফোন। এখনও নির্দিষ্ট দিনক্ষণ অবশ্য জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ভারতে কোকা-কোলা কোম্পানির ফোন লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। সূত্রের খবর, একটি ফোন কোম্পানির সঙ্গে যুক্ত হয়েই এই নতুন ফোন ভারতে লঞ্চ করবে কোকা-কোলা কর্তৃপক্ষ। যদিও এই স্মার্টফোন ব্র্যান্ডের নাম এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে রিয়েলমি ১০ ৪জি (Realme 10 4G) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে কোকা-কোলার ফোন লঞ্চ হতে চলেছে। যদি এই তথ্য সঠিক হয় তাহলে রিয়েলমি ১০ ৪জি ফোন এবং আসন্ন কোকা-কোলা ফোনের মধ্যে অনেক মিল থাকবে। ডিজাইন, ফিচার সবক্ষেত্রেই মিল পাওয়া যাবে বলে অনুমান। উল্লেখ্য, রিয়েলমি ১০ ৪জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং ৬.৪ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা ট্যুইটে জানিয়েছেন, কোকা-কোলা কোম্পানি তাদের ফোন ভারতে লঞ্চের কথা নিশ্চিত করেছে। চলতি বছর প্রথম তিনমাসের মধ্যে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কোন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে কোকা-কোলা ফোন লঞ্চ করবে তা স্পষ্ট নয় এখনও। 

Continues below advertisement

ইতিমধ্যেই এই ফোনের একটি সম্ভাব্য ছবি ও ডিজাইন প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ফোনের রেয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেনসর। এছাড়াও লালচে রঙের শেড দেখা গিয়েছে ফোনের পিছনের অংশে। 

 

OnePlus Phone: ওয়ানপ্লাস সংস্থার নতুন ফোন ওয়ানপ্লাস ১১আর ৫জি (OnePlus 11R 5G) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৭ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হবে দেশে। ওই নির্দিষ্ট দিনে ওয়ানপ্লাসের ক্লাউড ১১ (OnePlus Clous 11) ইভেন্ট হওয়ার কথা। সেখানেই এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। 

Infinix Note 12i: ইনফিনিক্স নোট ১২আই (Infinix Note 12i) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। ফোর্স ব্ল্যাক এবং মেটাভার্স ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ১২আই ফোন। আগামী ৩০ জানুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ভারতে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে এই ফোন। 

Poco X5 Series: পোকো এক্স৫ সিরিজ (Poco X5 Series) ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, পোকো এক্স৫ সিরিজে ভ্যানিলা (Poco X5) এবং প্রো (Poco X5 Pro) মডেল লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে।

Continues below advertisement
Sponsored Links by Taboola