Nothing Phone 1: চলতি মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছিল নাথিং ফোন ১ (Nothing Phone 1)। লঞ্চের আগে থেকেই এই ফোন নিয়ে হইচই শুরু হয়েছিল। ১২ জুলাই আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চ হয়েছিল এই সেমি-ট্রান্সপারেন্ট (Semi Transparent Phone) ফোন। এই ফোনের বিশেষত্ব হল ফোনের রেয়ার বা ব্যাক প্যানেল অর্থাৎ পিছনের অংশে রয়েছে LED লাইট এবং ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ কভার। ফোনে নোটিফিকেশন এলে এই LED লাইট ব্লিঙ্ক করে জানান দেবে ইউজারকে। প্রসঙ্গত উল্লেখ্য, ১২ জুলাই লঞ্চের ২১ জুলাই ভারতে প্রথমবারের জন্য বিক্রি শুরু হয়েছিল নাথিং ফোন ১- এর। এবার ৩০ জুলাই দ্বিতীয়বার ভারতে নাথিং ফোন ১- এর বিক্রি শুরু হয়েছে। একনজরে ফোনের দাম এবং বিভিন্ন অফার দেখে নেওয়া যাক।
ভারতে নাথিং ফোন ১- এর দাম এবং বিভিন্ন অফার
এখন ফ্লিপকার্ট থেকে নাথিং ফোন ১ কিনতে পারবেন আগ্রহীরা। ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। নাথিং ফোন ১- এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৫,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৮,৯৯৯ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে এই ফোন কিনলে ক্রেতারা ২০০০ টাকা ছাড় পাবেন। ইএমআই অপশনেও থাকবে এই ছাড়। কালো এবং সাদা রঙে নাথিং ফোন ১ লঞ্চ হয়েছে ভারতে।
নাথিং ফোন (১)- এর বিভিন্ন ফিচার
নাথিং ফোন ১- এই ফোনে একটি Qualcomm Snapdragon 778G+ SoC রয়েছে। এছাড়াও রয়েছে ৬.৫৫ ইঞ্চির OLED ডিসপ্লে।ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেলে সঙ্গে এই ফোনের অর্যেছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংস।নাথিং ফোন ১- এর ব্যাটারিও বেশ শক্তিশালী। ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে এই ফোনে।৩৩ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচার থাকার পাশাপাশি ১৫ ওয়াটের কিউআই ওয়্যারলেস চার্জিং ফিচার এবং ৫ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- অগস্ট মাসে কোন কোন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে? রইল তালিকা, দেখে নিন