Cyber Fraud: হাতে ফোন থাকলেও ব্যবহার করতে পারবেন না। আপনার ফোনের নিয়ন্ত্রণ চলে যাবে অন্যের হাতে। অ্যান্ড্রয়েড মোবাইল ইউজারদের সতর্ক করে এমনই বার্তা দিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রক।


Dos Attack: কী বলছে CERT ?
সম্প্রতি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজারদের সতর্ক করতে একটি বার্তা দিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রকের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম বা (CERT)। যেখানে সার্টের তরফে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ১০,১১, ১২ ও ১২ (এল)ইউজারদের ফোনে হানা দিচ্ছে কিছু ভাইরাস। এই ভাইরাসের মাধ্যমে হ্যাকাররা আপনার ফোন থেকে মূল্যবান তথ্য ছাড়াও, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। এমনকী হাতে নিজের ফোন থাকলেও তা চলে যাচ্ছে অন্যের নিয়ন্ত্রণে। মূলত, অ্যান্ড্রয়েডের এই নির্দিষ্ট সফটওয়্যারেই হানা দিচ্ছে হ্যাকাররা। যার মারাত্মক মাশুল চোকাতে হচ্ছে 
ব্যাবহারকারীদের। 


Cyber Crime: এই দুর্বলতার কারণেই হ্যাকার হানা
কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম বা (CERT)-এর অ্যাডভাইজরি বলছে, ফ্রেম ওয়ার্ক কমপোন্যান্টস, মি়ডিয়া ফ্রেমওয়ার্ক কমপোন্যান্টস, সিস্টেম কমপোন্যান্টস, কার্নেল এলটিএস, মিডিয়াটেক কমপোন্যান্টস, কোয়লকম কমপোন্যান্টসের খামতির কারণেই এই ধরনের ভাইরাস আপনার ডিভাইসে হানা দিচ্ছে। এর ফলে 'ডিনায়াল অফ সার্ভিস' বা Dos Attack-এর মুখোমুখি হতে হবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিকে।


Cyber Fraud: কীভাবে মুক্তি পাবেন হানা থেকে ?
কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিমের মতে, অবিলম্বে সেটিংস অ্যাপে যেতে হবে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজারদের। সেখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাম্প্রতিক সংস্করণ ডাউনলোড করতে হবে ফোনে। তবেই মুক্তি পাবেন এই ধরনের ভাইরাস হানা থেকে।


Dos Attack আসলে কী ?
'ডিনায়াল অফ সার্ভিস' বা Dos Attack নিয়ে চিন্তার শেষ নেই তথ্য প্রযুক্তি মন্ত্রকের। সাম্প্রতিককালে এই ডজ অ্যাটাকের জেরেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে অ্যান্ড্রয়েড ইউজারদের। যেখানে হাতে নিজের মোবাইল থাকলেও তা ব্যবহার করতে পারবেন না ইউজার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, ডজ অ্যাটাকের ফলে ইউজারের কোনও আর্থিক ক্ষতি বা তথ্য চুরির মতো ঘটনা ঘটে না।


আরও পড়ুন : Google Policy Update: গুগল সার্চ রেজাল্ট থেকে সরাতে চান ব্যক্তিগত তথ্য ? জেনে নিন পদ্ধতি