হায়দরাবাদ: 'এই অ্যাকাউন্টে ১.৯৫ কোটি টাকা পাঠিয়ে দিন', হোয়াটসঅ্যাপের মেসেজে এই নির্দেশ পান হায়দরাবাদের একটি সংস্থার অ্যাকাউন্টস অফিসার। দেখে মনে হয় একেবারে বৈধ এক ব্যক্তি এই মেসেজ পাঠিয়েছেন, প্রেরক সংস্থার (Cyber Crime) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। তিনি একটি প্রজেক্টের অগ্রিম পেমেন্টের জন্য এই টাকা (Hyderabad Company) পাঠাতে বলেন অ্যাকাউন্টস অফিসারকে। আর সেই কথা শুনে আধিকারিক বিনাবাক্য ব্যয়ে ১.৯৫ কোটি টাকা পাঠিয়ে দেন নির্দিষ্ট অ্যাকাউন্টে। আর তারপরেই ঘটে বিপত্তি !


এই মেসেজ কোনোভাবেই বৈধ ব্যক্তির ছিল না। আপাতভাবে দেখে মনে হয়েছিল যে সেই মেসেজ এসেছে সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে। ডিসপ্লে সেকশনে তার ছবিও রয়েছে। কিন্তু আদপে সেটি এক জালিয়াতের অ্যাকাউন্ট ছিল যিনি সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের মত ভুয়ো প্রোফাইল বানিয়ে আধিকারিককে টাকা পাঠাতে বলেন এবং বিশ্বাস অর্জন করে সেই টাকা পেয়েও যান প্রতারণা করে। যদিও এই ঘটনা জানাজানি হওয়ার পরে সময় নষ্ট না করেই তেলেঙ্গানা সাইবার ক্রাইম বিভাগকে জানানো হয় এবং সংস্থার প্রকৃত ম্যানেজিং ডিরেক্টর, সেই অ্যাকাউন্টস অফিসার এবং সংস্থার অন্যান্যদের উদ্যোগে বড় অঙ্কের এই সাইবার প্রতারণা আটকাতে সমর্থ হন। পুরো টাকাটাই ফেরত আনা যায়।


গতকাল রাত ১টা নাগাদ সেই টাকাটা সংস্থার অ্যাকাউন্টে ফেরত চলে আসে। এই ঘটনার কিছুক্ষণ পরেই সংস্থার প্রকৃত ম্যানেজিং ডিরেক্টরের কাছে ব্যাঙ্ক থেকে একটি নোটিফিকেশন যায়, তারপরে অ্যাকাউন্টস অফিসারের সঙ্গে যোগাযোগ করতেই পুরো ঘটনা জলের মত পরিস্কার হয়ে যায়। হোয়াটসঅ্যাপ মেসেজে নির্দেশের কথা জানাতেই ম্যানেজিং ডিরেক্টর জানান যে তিনি এমন কোনও কাজ করতে বলেননি। তারপরেই দ্রুত ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ দায়ের করা হয়।


প্রথমেই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের পক্ষ থেকে এই লেনদেন নিশ্চিত করা হয় এবং এর বর্তমান অবস্থা ট্র্যাক করা হয়। কিন্তু পুরো টাকাটাই উদ্ধার করা সম্ভব হয় কারণ তখনও পর্যন্ত সৌভাগ্যবশত জালিয়াতরা এই টাকা নগদে তুলে নেয়নি।


গত সপ্তাহেই হায়দরাবাদে জালিয়াতরা এক মহিলার কাছ থেকে ১ কোটি টাকা লুট করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে স্টক মার্কেটে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে। তারকারাও বাদ যাচ্ছেন না এই ধরনের প্রতারণা থেকে। গত বছর ডিসেম্বর মাসে সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের পক্ষ থেকে জালিয়াতির সঙ্গে যুক্ত বলে ৬০ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়।


আরও পড়ুন: Titanium Heart: বিশ্বে নজির ! কৃত্রিম টাইটানিয়ামের হৃদযন্ত্র নিয়ে ১০০ দিন বেঁচে রইলেন এই ব্যক্তি