Tech News:  প্রযুক্তির উন্নয়নের যুগে নিত্যদিনই কিছু না কিছু নতুন ঘটনা ঘটেই চলেছে পৃথিবীতে। এবারেও ঘটল বিশ্বের প্রথম এক অনবদ্য নজির। অস্ট্রেলিয়ায় ঘটেছে এই ঘটনা। টাইটানিয়াম দিয়ে নির্মিত একটি কৃত্রিম হৃদযন্ত্রের সাহায্যে ১০০ দিন বেঁচে রইলেন এক ব্যক্তি। এই প্রযুক্তির সাহায্যে বিশ্বে এই প্রথম এতদিন কোনও মানুষ বেঁচে (Titanium Heart) রইলেন। যদিও এই ব্যক্তির পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। গত বছর নভেম্বর মাসে সিডনির একটি হাসপাতালে এই কৃত্রিম হৃদযন্ত্রটি বসানো হয় সেই ব্যক্তির শরীরে। ফেব্রুয়ারি মাসে তাঁকে হাসপাতাল (Tech News) থেকে ছেড়ে দেওয়া হয়। আর এভাবেই তিনিই হয়ে ওঠেন বিশ্বের প্রথম ব্যক্তি যিনি টাইটানিয়ামের হৃদযন্ত্র নিয়ে টানা ১০০ দিন বেঁচে গিয়েছেন।


মার্চ মাসে ডোনার দেওয়া হয় এই ব্যক্তিকে


এই ব্যক্তিকে মার্চ মাসে একজন ডোনারের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হয়। আর তারপরে একটি সত্যিকারের হৃদযন্ত্র প্রতিস্থাপনের জন্য তাঁকে দেওয়া হয়। যে সংস্থা সেই টাইটানিয়ামের হৃদযন্ত্র বানিয়েছে তার নাম BiVACOR। এই সংস্থা এবং সেই হাসপাতাল সাংবাদিকদের সামনে একটি বিবৃতিতে জানিয়েছে, এই ব্যক্তি কিছুদিন আগেই হৃদযন্ত্র কাজ না করার সমস্যায় ভুগছিলেন এবং এখন তিনি সুস্থ রয়েছেন। টাইটানিয়ামের হৃদযন্ত্র নিয়ে এত বিপুল সময় একটা মানুষকে বাঁচিয়ে রাখা চিকিৎসকদের একটা বড় সাফল্য। এটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য কাজ করবে যারা একজন ডোনার খুঁজছেন। যদিও এই মেশিনটি এখন ট্রায়াল পর্বে রয়েছে। এখনও এর আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয়নি কোথাও।


কীভাবে কাজ করে এই টাইটানিয়ামের হৃদযন্ত্র


BiVACOR সংস্থার এই টোটাল আর্টিফিসিয়াল হার্ট (TAH)-এ কেবলমাত্র একটিই চলমান অংশ আছে। এতে রয়েছে একটি রোটর যা চুম্বকের সাহায্যে নির্দিষ্ট জায়গায় ব্যালেন্স করা আছে। এটি সম্পূর্ণ টাইটানিয়াম দিয়ে তৈরি হয়েছে। এতে কোনও ভালভ বা কৃত্রিম বিয়ারিং লাগানো নেই। হার্ট ফেলিওরের ক্ষেত্রে এটি একইসঙ্গে ভেন্ট্রিকল প্রতিস্থাপন করে এবং ফুসফুস ও শরীরে রক্ত সঞ্চালন করে। প্রতি বছর গোটা বিশ্বে ১৮ মিলিয়ন মানুষ মারা যান হৃদযন্ত্রের সমস্যার কারণে। এই অবস্থায় এই ধরনের যন্ত্র বা প্রযুক্তি বহু মানুষের জীবন বাঁচাতে কাজে আসবে।  


আরও পড়ুন: Fixed Deposit: এই চার ব্যাঙ্কে টাকা রাখলে পাবেন ৯.৫০ শতাংশ সুদ, FD-তে পাবেন নিশ্চিত রিটার্ন