ঝাড়খণ্ড: ঝাড়খণ্ড পুলিশ সম্প্রতি একটি সাইবার জালিয়াত চক্রকে আটক করেছে যারা প্রায় ৩ হাজার মোবাইল ব্যবহারকারীর থেকে ১২ কোটি টাকা লুট করেছে। স্কুল ড্রপ আউট হওয়া এক যুবক এই চক্রের মূল জালিয়াত (Cyber Scam) হিসেবে শনাক্ত করা হয়েছে। ডিকে বস নামেই এই চক্র চালাতেন তিনি। এই নিয়ে পুলিশের কাছে প্রায় ৫০০টি সাইবার জালিয়াতের অভিযোগ জমা পড়েছে। চ্যাটজিপিটি ব্যবহার করে ভুয়ো অ্যাপ বানিয়ে সেগুলি ছোট মাপের জালিয়াতদের বিক্রি করা হত এবং তারা এই অ্যাপের মাধ্যমে মানুষকে ঠকিয়ে টাকা লুট করতে বলেই জানা গিয়েছে।
ইউটিউব থেকে অ্যাপ বানানো শিখে প্রতারণা
সংবাদসূত্রে জানা গিয়েছে ইউটিউব থেকে অ্যান্ড্রয়েড ফোনের (Cyber Scam) জন্য অ্যাপ বানানো শিখে প্রতারণা করত এই জালিয়াতরা। চ্যাটজিপিটি দিয়ে বাগ শনাক্ত করত তারা, কিংবা অ্যাপের কোনো সমস্যারও সমাধান করতে এইভাবে। আর এই অ্যাপগুলি তারপর অন্য জালিয়াতদের কাছে মাসিক ২৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হত। আর তারপর জালিয়াতরা সরকারি কর্মীদের ফোন করে বা নানাভাবে তাদের ব্যক্তিগত তথ্য জেনে নিয়ে টাকা লুট করত। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং কানারা ব্যাঙ্কের নামে এই ভুয়ো অ্যাপ বানাত জালিয়াতরা, এর ফলেই মানুষের বিশ্বাস উৎপাদন করা আরও সহজ হয়েছে।
৫০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে
এইভাবে জালিয়াতরা প্রায় ৫০ কোটি টাকারও বেশি অঙ্কের (Cyber Scam) লেনদেন করেছে। এর মধ্যে সাইবার জালিয়াতির মাধ্যমে লোকেদের অ্যাকাউন্ট থেকে ১২.৬ কোটি টাকা লুট করেছে জালিয়াতরা, ২৭০০ লোকের তথ্য জানা গিয়েছে এই জালিয়াত চক্রের এক সদস্যের বানানো ওয়েবসাইট থেকেই। এতে ২.৫ লক্ষ মেসেজ রয়েছে, এর মধ্যে ওটিপি রয়েছে, ব্যাঙ্কিং তথ্য রয়েছে, হোয়াটস অ্যাপ এবং অন্যান্য পেমেন্টের বিষয়েও তথ্য রয়েছে। ঝাড়খণ্ডের জামতাড়া জেলার পুলিশ ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে যাদের বয়স ২৫ থেকে ৩০ বছর বয়সের মধ্যে।
আরও পড়ুন: Stock Market Today: বাজেটের দিন দৌড় শুরু বাজারে, সকালেই ৯০০ পয়েন্ট লাফ সূচকে; আজ কোন কোন স্টকে নজর ?