Sensex Today: আজ ১ ফেব্রুয়ারি দেশের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল ১১টা থেকে শুরু হবে মূল বাজেট (Budget 2025) পেশ। আর এই বাজেটকে ঘিরে সারা দেশের বেশিরভাগ মানুষের অনেক প্রত্যাশা জড়িয়ে রয়েছে। বাজেটের দিন সকালেই বিগত দিনের পতন কাটিয়ে ৯০০ পয়েন্ট লাফ দিল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক (Stock Market) সেনসেক্স। ফলে আজ সকাল থেকেই ইতিবাচক (Sensex Today) মনোভাব লক্ষ করা যাচ্ছে বাজারে।
আজ সকালে ৯টা ৫২ নাগাদ সেনসেক্স প্রথমবার ৯৮৩.৮৭ পয়েন্ট পার করে পৌঁছে গিয়েছিল ৭৭,৭৪৩ এর স্তরে। অর্থাৎ আজ সকালের সেশনেই সূচকে ১.২৮ শতাংশ লাফ দেখা গিয়েছে। এছাড়া ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০-ও ৩২২.০৫ অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৩৫৭১.৫৫ পয়েন্টে। ১.৩৯ শতাংশ বৃদ্ধি এসেছে এই সূচকে।
সাধারণত সোমবার থেকে শুক্রবার খোলা থাকে শেয়ার বাজার, শনি ও রবিবার ছুটি থাকে। ট্রেডিং করা যায় না এই দুই দিন। তবে আজ বাজেটের কারণে স্টক মার্কেটে বিশেষ ট্রেডিং সেশন চলছে। শনিবার হওয়া সত্ত্বেও আজ বাজার খোলা রয়েছে। ফলে বাজেট ঘিরে যা যা প্রত্যাশা রয়েছে তার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে বাজারে। সকাল ১১টার সময় শুরু হবে এই বাজেট পেশ। তার আগে থেকেই তেজীভাব দেখা যাচ্ছে বাজারে।
আজ সকালে বাজার শুরুর আগে অর্থাৎ প্রি-ওপেনিং সেশনেই সেনসেক্স ৩৬৩.৫৪ বেড়ে ৭৭৮৬৪.১১-এর স্তরে পৌঁছে গিয়েছিল, অন্যদিকে নিফটি ৫০ সূচক ৬৫.১৫ অঙ্ক বেড়ে পৌঁছে গিয়েছিল ২৩৫৭৫-এর স্তরে।
আজকের বাজারে এখনও পর্যন্ত মুনাফা দিচ্ছে যে সমস্ত স্টকগুলি তার মধ্যে রয়েছে সান ফার্মা, আল্ট্রাটেক সিমেন্ট, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, জোমাটো, আদানি পোর্টস ইত্যাদি স্টকে। অন্যদিকে টাইটান, বাজাজ ফিনসার্ভ, কোটাক ব্যাঙ্ক, নেসলে এবং এশিয়ান পেইন্টসের শেয়ারের দাম ক্রমেই পড়ছে আজকের বাজারের শুরু থেকেই।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Bank Holiday: ফেব্রুয়ারিতে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, গেলেও কাজ হবে না; আপনার শহরে কবে কবে ছুটি ?