Bengaluru: দিনে দিনে প্রযুক্তির উন্নতি হলেও বাড়ছে সাইবার জালিয়াতির মাত্রাও। অনলাইনে টাকা খোয়াচ্ছেন বহু মানুষ এবং এই সাইবার জালিয়াতির (Cyber Crime) কারণে ডিজিটাল দুনিয়ায় নিরাপত্তাহীনতাও বাড়ছে পাল্লা দিয়ে। সম্প্রতি বেঙ্গালুরুর এক মহিলা বিমানবন্দরেই (Bengaluru Airport Scam) অনলাইন জালিয়াতির শিকার হলেন। খোয়া গেল ৮৭ হাজার টাকা। লাউঞ্জ অ্যাক্সেসের জন্য একটি অ্যাপ ডাউনলোড করেই পড়লেন বিপাকে। কী ঘটল তারপর ?


এই ধরনের জালিয়াতির ঘটনা এই প্রথম প্রকাশ্যে এল। আর এর মাধ্যমেই বিমানবন্দরে সাধারণ মানুষের নিরাপত্তা, জালিয়াতদের কূট কৌশল সম্পর্কে তথ্য সামনে এল। সাধারণভাবে লাউঞ্জের কোনো কর্মীই যাত্রীদের কোনো রকম অ্যাপ ডাউনলোডের ব্যাপারে বলেন না, ফলে এই ঘটনা আদপেই সতর্কতাসূচক এবং বিপজ্জনক। একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যায় সেই মহিলা নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন, কীভাবে তাঁর সঙ্গে এত বড় মাপের জালিয়াতি ঘটল, তাও খোদ বিমানবন্দরের লাউঞ্জের মধ্যে।


সেই ভিডিয়োতে মহিলা জানান যে তিনি কোনো ফিজিক্যাল ক্রেডিট কার্ড ছাড়াই বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার করতে চাইছিলেন। এর বদলে তিনি তাঁর ক্রেডিট কার্ডের ছবি দেখান সেখানকার কর্মীকে এবং সেই কর্মী তাঁকে 'লাউঞ্জ পাস' নামের একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। নিরাপত্তাজনিত কারণে মুখের স্ক্যানও করা হয়। কর্মীর কথায় বিশ্বাস করে পরপর তিনি যা বলছিলেন, সেই মত করতে করতে হঠাৎ তাঁর মনে খটকা লাগে।


সেই অ্যাপটি ডাউনলোড করেও তিনি কিন্তু লাউঞ্জ অ্যাক্সেস করেননি, তারপর তিনি ফ্লাইটে ওঠার আগে স্টারবাকসের দিকে চলে যান। ট্রিপ সেরে আসার কয়েকদিন পরে তাঁর ফোনে অদ্ভুত কিছু কাণ্ডকারখানা লক্ষ্য করেন তিনি। অনেকেই বলতে থাকেন যে তাঁকে ফোনে পাওয়া যাচ্ছে না এবং তাঁর বদলে একজন পুরুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এয়ারটেলের নেটওয়ার্কের সমস্যা তিনি আগে থেকেই ভুগছিলেন। কিন্তু যখন তাঁর ক্রেডিট কার্ডের বিল আসে, তিনি অবাক হয়ে যান। সেখানে ৮৭ হাজার টাকার আনঅথরাইজড ট্রানসাকশানের উল্লেখ ছিল। সমস্ত টাকা একটা ফোনপে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। তারপর থেকেই তিনি বুঝতে পারেন বিমানবন্দরের লাউঞ্জে সেই অ্যাপ ডাউনলোড করার ফলেই তাঁর ফোনের সমস্ত ডেটা চুরি হয়ে যায়, ওটিপিও অ্যাক্সেস করা সহজ হয়ে যায়।


ইতিমধ্যেই সেই মহিলা এই বিষয়ে জানিয়ে পুলিশে অভিযোগ করেছেন সাইবার ক্রাইম বিভাগে এবং এইচডিএফসি ক্রেডিট কার্ড ব্লক করা হয়েছে এবং ব্যাঙ্ককেও জানানো হয়েছে। ফলে এই ঘটনা নিত্য বিমানযাত্রীদের চোখ খুলে দিয়েছে এবং আরও বেশি সতর্কতার পরিসর উন্মুক্ত করেছে।


আরও পড়ুন: iPhone 16: আইফোন ১৬ নিষিদ্ধ হল এখানে, ফোন কেনা-বেচা বেআইনি; ঘোষণা সরকারের