Digital Arrest: আহমেদাবাদের এক মহিলা ডিজিটাল অ্যারেস্টের শিকার। ২৭ বছর বয়সী নারানপুরের এক মহিলা সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন যে কেন্দ্রীয় এজেন্সির (Digital Arrest) এক আধিকারিক সেজে তাঁর থেকে ৫ লক্ষ টাকা লুট করে নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, সেই ভুয়ো সিবিআই অফিসার তাঁকে মাদক দ্রব্য এবং নেশাদ্রব্য আইনের অধীনে (Cyber Scam) অপরাধী সাব্যস্ত করে ডিজিটাল অ্যারেস্ট করেছিল। এমনকী এখানেই শেষ নয়, সেই সাইবার জালিয়াতরা ডিজিটাল অ্যারেস্ট চলাকালীন মহিলাকে নগ্ন হতেও বাধ্য করেছিলেন।


নারানপুরা পুলিশের কাছে দায়ের করা এফআইআরের ভিত্তিতে জানা যায় বিগত ১৩ অক্টোবর সেই মহিলার কাছে একটা ফোন আসে যেখানে ফোনের ওপারের ব্যক্তি নিজেকে একজন কুরিয়ারের কর্মী বলে দাবি করেন। তিনি জানান সেই মহিলার নামে একটি পার্সেল এসেছে যাতে তিনটি ল্যাপটপ রয়েছে, দুটি ফোন রয়েছে এবং ১৫০ গ্রাম মেফিড্রোন ও ১.৫ কেজি কাপড় রয়েছে যা তাঁর নামেই থাইল্যান্ডে পাঠানো হচ্ছিল। সেই ব্যক্তি মহিলাকে তৎক্ষণাৎ সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলেন।


সেই ফোন কেটে দেওয়ার কিছুক্ষণ পরেই সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বরে ফোন করেন সেই মহিলা। আর তারপরে তাঁর কাছে একটি হোয়াটসঅ্যাপ কল আসে যেখানে ওপারের ব্যক্তি নিজেকে দিল্লি সাইবার ক্রাইম বিভাগের পুলিশ বলে দাবি করেন। সেই অফিসার মহিলাকে জানান যে তাঁর নাম একটি মাদকদ্রব্যের মামলায় জড়িয়ে গিয়েছে, আর তাঁকে একটি ভিডিয়ো কনফারেন্সে যোগ দিতে বলেন। সেই সময়েই তাঁর ফোনে দিল্লি সাইবার ক্রাইমের পক্ষ থেকে অভিযোগ দায়ের মেসেজ আসে, মাদকদ্রব্য পাচার ও আর্থিক জালিয়াতির মামলায় তাঁর নাম অভিযুক্ত করা হয়েছে এমন লেখা ছিল সেই মেসেজে।


যথারীতি সেই মহিলা বাধ্য হন ভয়ে ভিডিয়ো কলে জয়েন হতে, সেই সিবিআই অফিসার মহিলাকে বাধ্য করেন ভিডিয়োতে তাঁর পোশাক খুলে সমস্ত জন্মদাগ দেখাতে। তাঁকে বাধ্য করা হয় তাঁর সঞ্চয়ের সমস্ত টাকা সেই পুলিশ অফিসারকে পাঠাতে। আর এভাবেই সেই মহিলা ৪.৯২ লক্ষ টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার করতে বাধ্য হন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Multibagger Stock: ২০ মাসেই ২২০ শতাংশ বাড়ল দাম ! মাল্টিব্যাগার রিটার্ন এই স্মলক্যাপ স্টকে