DeepSeek AI: অস্ট্রেলিয়া ও ইতালির পরে এবার আমেরিকাও নিষিদ্ধ করতে চলেছে ডিপসিক এআইকে। কেউ এই ডিপসিক ব্যবহার করলে তার মোটা জরিমানা হবে এবং একইসঙ্গে জেলও হতে পারে। সংবাদসূত্র অনুযায়ী বহু মার্কিনি সিনেটর (Chinese AI) সরকারি ডিভাইসে এই চিনা এআই চ্যাটবট (DeepSeek AI) ব্যবহারে নিষেধাজ্ঞা আনার চেষ্টা করছেন। কিছুদিন আগেই বাজারে সাড়া ফেলে দিয়েছে চিনের এআই ডিপসিক যা কিনা এবার বাণিজ্যিক জগতেও (ChatGPT) টেক্কা দেবে চ্যাটজিপিটিকে। সাশ্রয়ী মূল্যে এআই মডেল তৈরি করে আলোড়ন ফেলে দিয়েছে এই ডিপসিক। ভারতও এই চিনা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিয়ে সতর্কতা জারি করেছে এর আগেই।


মোটা জরিমানার বিধি জারি হয়েছে


যদি আমেরিকায় এই আইন পাশ হয়ে যায়, তাহলে এই এআই ব্যবহার করলে ৬.৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং ২০ বছর পর্যন্ত কারাবাস হতে পারে সেই ব্যক্তির। আইন অনুসারে সরকারি ডিভাইস ছাড়াও অন্যান্য স্থানেও এই এআই ব্যবহার নিষিদ্ধ হতে পারে। যদি কোনও সংস্থা এটি ব্যবহার করে, তবে সেই সংস্থার ৬০ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে মার্কিন মুলুকে।


কেন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে


আসলে ডিপসিক এআইয়ের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ উঠেছে। বলা হয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারীর তথ্য সমস্ত চিনে পাঠিয়ে দিচ্ছে। এছাড়াও এর কোডিংয়ে এমন প্রোগ্রামিং করা আছে যা ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য চিন সরকার দ্বারা নিয়ন্ত্রিত একটি সংস্থায় পাঠাচ্ছে। চিনের সঙ্গে তথ্য শেয়ার করার জন্য আমেরিকা এই এআইকে নিষিদ্ধ করার কথা ভাবছে।


এই সমস্ত দেশে জারি নিষেধাজ্ঞা


সম্প্রতি সমস্ত সরকারি সিস্টেম থেকে ডিপসিক এআই সরিয়ে দেলার নির্দেশ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ায়। জাতীয় গোয়েন্দা সংস্থার তদন্তে দেখা গিয়েছে ডিপসিকের এআই চ্যাটবট নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। একইভাবে ইতালি ডিপসিকের পরিষেবাগুলি বন্ধ করেছে, তথ্যের সুরক্ষা মান নিয়ে প্রশ্ন উঠছে। ভারত সরকারের অর্থ মন্ত্রকেও সরকারি ডিভাইসে চ্যাটজিপিটি ও ডিপসিকের এআই ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।


দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলির সঙ্গে বর্তমানে চ্যাটজিপিটি একটি হাই প্রোফাইল কপিরাইট লঙ্ঘনের আইনি যুদ্ধের মুখোমুখি হয়েছে। আদালত জানিয়েছে যে ভারতে এই এআইয়ের কোনো সার্ভার নেই এবং ভারতীয় আদালতের এই বিষয়ে শুনানি করা উচিত নয়।


আরও পড়ুন: Viral Video: ছাত্রীদের দিয়ে নিজের গাড়ি ধুইয়েছেন, স্কুলের শৌচাগার পরিস্কার করিয়েছেন ! শিক্ষিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ