Facebook Account Delete : জনপ্রিয় সামাজিক মাধ্যম হলেও অনেক সময় ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিতে চান অনেকেই। সেই ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের পথে হাঁটেন তাঁরা। পরিসংখ্যান বলছে মাসে প্রায় 3 বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের। জেনে নিন, মোবাইল ও কম্পিউটার থেকে কীভাবে মুছবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট।
Facebook Account Delete: মোবাইলের জন্য এই পদ্ধতি
ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার আগে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। আপনি ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার 30 দিনের মধ্যে এটি আবার পেতে পারেন। তবে 30 দিন পরে আপনি আর আপনার অ্যাকাউন্ট পাবেন না। এবার জেনে নিন কীভাবে মোবাইল থেকে ডিলিট করবেন এই অ্যাকাউন্ট।
Facebook Account Delete: নিচে দেখুন ডিলিটের পদ্ধতি
1 প্রথমে ফেসবুক অ্যাপটি খুলুন।
2 এবার ডান পাশের তিন লাইনের অপশনে ক্লিক করুন।
3 এবার নিচের দিকে Settings and Privacy অপশনে Settings এ ক্লিক করুন।
4 এবার আপনাকে Personal and Account Information-এ ক্লিক করতে হবে।
5 এখানে Account Ownership and Control অপশন সিলেক্ট করুন।
6 এবার Profile Access and Control-এ ক্লিক করুন।
7 এরপরে আপনি দুটি বিকল্প দেখতে পাবেন, একটি ডিঅ্যাক্টিভেট বা মুছে ফেলার জন্য।
8 আপনি মুছে ফেলার অপশনটি নির্বাচন করুন ও অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য ক্লিক করুন।
9 শেষে অ্যাকাউন্ট মুছে ফেলার কারণগুলির মধ্যে একটি বেছে নিন।
10 এবার ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলা হবে।
Facebook Account Delete: কম্পিউটার থেকে ডিলিটের পদ্ধতি
আপনি যদি কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলতে চান তবে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন।
1 প্রথমে Facebook ওয়েবসাইটে লগইন করুন।
2 সেটিংস ও প্রাইভেসিতে গিয়ে সেটিংসে ক্লিক করুন।
3 এখন আপনার ফেসবুক ইনফরমেশন সিলেক্ট করুন।
4 তারপর Privacy-তে ক্লিক করুন।
5 এখন ডিলিটেশন ও ডিঅ্যাক্টিভেশন সিলেক্ট করুন।
6 এখন আপনাকে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে ও অবিলম্বে অ্যাকাউন্ট মুছে ফেলার উপর ক্লিক করতে হবে।
7 এখন আপনার কাছে ফেসবুক লগ ইনের পাসওয়ার্ড চাওয়া হবে।
8 পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটি মুছে ফেলা হবে।