How To Shine Up Bike: সত্যি বাইক লাভার হলে কখনোই আপনি করতে পারবেন না এই কাজ।হাজারো কাজের মধ্যেও অবশ্যই সময় দেবেন বাইকের যত্নে। আপনার মোটরসাইকেলকে বছরের পর বছর ধরে উজ্জ্বল রাখতে মেনে চলুন এই পরামর্শ। এই টিপস অনুসরণ করলে কয়েক দশক ধরে ঝকঝকে থাকবে বাইক।
Bike Tips: নিয়ম করে ধুতে হবে
বাইক চকচকে রাখার মূল মন্ত্র লুকিয়ে আছে এর ধোয়ার পদ্ধতিতে। মোটরসাইকেল ধোয়ার সময় কখনোই সাধারণ সাবান দিয়ে ধোবেন না। ডিটারজেন্টের বদলে 'ওয়াশ জেল' ব্যবহার করুন। বাইক ধোয়ার সময় কোনও শক্ত কাপড় ব্যবহার করবেন না। বরং নরম স্পঞ্জি ফোম ব্যবহার করুন। তবেই বাইকের রঙের ক্ষতি হবে না।
Bike Tips: পার্কিং করুন ভেবে চিন্তে
আপনার বাইকের উজ্জ্বলতা বজায় রাখতে এর পার্কিংয়ের বিষয়ে যত্ন নিতে হবে। যেখানে-সেখানে পার্কিং করবেন না। কড়া রোদে বাইক পার্ক করে রাখবেন না। রোদ বাইকের শাইন অনেকটাই ম্লান করে দেয়। সবসময় বাইকটি ছায়ায় পার্ক করার চেষ্টা করুন।
How To Shine Up Bike: পালিশ করবেন কীভাবে ?
বেশিরভাগ ক্ষেত্রেই রোদে বাইকের রং নষ্ট হয়ে যায়। বেশিক্ষণ রোদে রাখার ফল ভুগতে হয় বাইকারকে। সেই ক্ষেত্রে গ্রীষ্মে অতিবেগুনি UV থেকে বাইকটিকে রক্ষা করতে অ্যান্টি-ইউভি পালিশ করুন। এতে বাইকের রং নষ্ট হবে না ও এটি দীর্ঘ সময় ধরে উজ্জ্বল থাকবে।
Bike Tips: বাইকের কভার
বাইক পার্কিং করার পর সবসময় তা ঢেকে রাখবেন। এই কাজ করলে গাড়ির চকচকে ভাব অক্ষত থাকবে। এতে অপ্রয়োজনীয় ময়লা পড়বে না। যার ফলে ধুলোর ঘসায় বাইক বিবর্ণ হবে না। বাইক কভার বাছার ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত নিন। বেশ শক্ত বা রাফ কভার দিয়ে বাইক ঢাকবেন না। কভারের ঘসাতেই বাইকের রং নষ্ট হতে পারে। কভার জলপ্রতিরোধী হলে আরও ভাল।
Hyundai Venue Facelift: নজর কাড়বে নতুন ডিজাইন, ফেসলিফ্ট আনছে Venue
Mini Cooper SE Electric Photos: এক চার্জে যেতে পারে দিল্লি থেকে দেরাদুন, দেখুন মিনি কুপার ইলেকট্রিক