Online Delivery: ভারতে বর্তমানে নিষিদ্ধ AliExpress। তবে একসময় ব্যাপক জনপ্রিয় ছিল এই শপিং অ্যাপ (Shopping App)। বিশেষ করে যাঁরা গ্যাজেট প্রেমী (Gadgets Lover) তাঁদের ক্ষেত্রে AliExpress ছিল পয়লা পছন্দ। ভারতে যেসব গ্যাজেট, ডিভাইস পাওয়া যেত না তা অনায়াসে AliExpress- এর মাধ্যমে চিন থেকে আনিয়ে নেওয়া যেত। তবে ভারতে এই অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর আর অর্ডার করা সম্ভব হয় না। এদিকে দেশে AliExpress ব্যান হলেও একটি প্রোডাক্টের ডেলিভারি এসেছে। সময় লেগেছে চারবছর। দিল্লির এক বাসিন্দা চারবছর আগে AliExpress-এ একটি অর্ডার দিয়েছিলেন। সেটা ছিল করোনা পূর্ববর্তী সময়। ওই ব্যক্তি ভেবেই নিয়েছিলেন যে অর্ডার আর ডেলিভারি হবে না। কিন্তু শেষ পর্যন্ত চারবছর পরে ওই অর্ডারের ডেলিভারি এসেছে। ট্যুইটে এই ঘটনা শেয়ার করেছে দিল্লির ওই বাসিন্দা নিতিন আগরওয়াল। ২০১৯ সালের ডিসেম্বর মাসে AliExpress থেকে দুটো প্রোডাক্ট অর্ডার দিয়েছিলেন তিনি। সেই দুই প্রোডাক্টের ডেলিভারি এসেছে ২০২৩ সালে। এই ঘটনার পর ট্যুইট করে নিতিন লিখেছেন কখনও আশা ছেড়ো না।
ভারতে নিষিদ্ধ AliExpress
২০২০ সালের জুন মাসে ভারত সরকার দেশে ব্যান করে AliExpress অ্যাপ। এর সঙ্গে আরও ৫৮টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখার কারণেই এই অ্যাপ ব্যান করা হয় দেশে। এর আগেও বহু চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ হয়েছে। সেই তালিকায় শপিং অ্যাপের পাশাপাশি রয়েছে গেমিং অ্যাপও (জনপ্রিয় পাবজি)।
AI-এর সাহায্যে অনলাইন শপিং
কৃত্রিম বুদ্ধিমত্তা বা artificial intelligence নিয়ে দীর্ঘদিন ধরেই নানা নতুন পদক্ষেপ করে আসছে Google. বেশ কিছুদিন ধরেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-সংক্রান্ত একাধিক Tools সামনে এনেছে গুগল। আঁকা থেকে লেখা-সবই এক নিমেষে করে ফেলতে পারবে AI. বিজ্ঞাপন এবং জিনিসপত্র বেচাই এর মূল ব্যবসায়িক মডেল। এবার অনলাইন শপিংয়ের জন্য়ও Google আনল নতুন একটি উপায়।
অনলাইন শপিংয়ে জামা-জুতোর মাপ, রং- এসব বুঝতে বেশকিছুটা সমস্য়া হয়। অনলাইনে পছন্দের জামা কেনার পরে অনেকসময়েই মনে হয় ফিটিংস ঠিক হয়নি। অথবা মনে হয় এমন রং মানাচ্ছে না। তাই এবার সেই সমস্য়ার সমাধান করবে Google-এর এই Tool. মডেলের ছবি ব্যবহার করে সবরকম মাপের জামা বোঝা যাবে এর মাধ্যমে। XXS থেকে 3XL- সবরকম মাপের জামা পরানো যাবে ওই মডেলকে। তবে জামাটি হবে AI- Generated ভার্সন। গুগলের প্ল্যাটফর্ম ব্য়বহার করে যে যে ব্র্যান্ড জামা বিক্রি করে, সেগুলির AI- Generated ভার্সন থাকবে।
এমন ব্যবস্থা থাকবে যাতে বিভিন্ন ধরনের চেহারা, ত্বকের রংয়ের সঙ্গে কোন পোশাক কেমন দেখতে লাগবে। যে মডেল- নিজের চেহারার সঙ্গে মিল পাওয়া যাবে। সেটাকে ডিফল্ট মডেল হিসেবে সেভ করে নেওয়া যাবে। তবে আপাতত এই সুবিধাটি শুধুমাত্র মহিলাদের টপ বা জামার ক্ষেত্রে পাওয়া যাবে।
আরও পড়ুন- কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি