Twitter: ট্যুইটারে হাজির নতুন লোগো। নীল রঙের পাখি অর্থাৎ ব্লু বার্ড (Blue Bird) লোগোর পরিবর্তে এখন ট্যুইটারে দেখা যাচ্ছে Dogecoin লোগো। এমন অদ্ভুত পরিবর্তন আসায় বিভ্রান্তিতে পড়েছেন নেটিজেনরা। কেন এই নতুন লোগো দেখা যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইউজাররা জানিয়েছেন ট্যুইটারের এই পরিবর্তনের কথা। বিগত ১৭ বছর ধরে ট্যুইটারের লোগো ছিল ওই নীল রঙের পাখি যাকে বলা হত ব্লু বার্ড। এবার সেই লোগো পরিবর্তন হয়ে সেখানে দেখা যাচ্ছে একটি শিবা ইনু কুকুরের লোগো। এই কুকুর জাপানের একটি কুকুরের প্রজাতি। 


এই প্রসঙ্গে একটি মজার ট্যুইট করেছেন ট্যুইটারের বর্তমান সিইও এলন মাস্ক


 






কিছুদিন আগে একটি কুকুরের ছবি দিয়ে ট্যুইটে বেশ শোরগোল ফেলে দিয়েছিলেন এলন মাস্ক। ট্যুইটারের নথিপত্তির সামনে, ভারিক্কি চেয়ারে বসে থাকা অবস্থায় নিজের পোষ্য ফ্লোকির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মাস্ক। ছবিতে দেখা গিয়েছিল, ট্যুইটারের লোগো বসানো নথি টেবিলে ছড়ানো রয়েছে। মুখে কেমন যেন চওড়া হাসিও লেগে রয়েছে। গায়ে চাপানো ফুলহাতা টিশার্ট। বুকের উপর লেখা রয়েছে CEO। ওই ছবি পোস্ট করে ট্যুইটারে মাস্ক লেখেন, 'নতুন সিইও অসম্ভব রকমের ভাল'। অন্য আর একটি ট্যুইটে লেখেন, 'আগের যে সিইও ছিলেন, তাঁর চেয়ে ঢের বেশিই'। সংখ্যার হিসেব-নিকেশের ব্যাপারেও তাঁর পোষ্যর তুলনা নেই বলে দাবি মাস্কের। নেহাত মজার ছলে এই পোস্ট করেছেন মাস্ক, নাকি গুরুগম্ভীর বিষয়, তা যদিও জানা যায়নি। তবে এই পোস্ট ট্যুইটারের প্রাক্তন CEO পরাগ আগরওয়ালকে উদ্দেশ্য করেও, করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ। 


গত বছর অক্টোবর মাসের শেষদিকে এলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক পরিবর্তন হয়েছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং মাধ্যমে। তবে এবার এই লোগোর পরিবর্তন দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। আপাতত তারা এই লোগো পরিবর্তনের কারণ খোঁজার চেষ্টা করছেন। ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছিলেন এলন মাস্ক। সেই ছাঁটাই এখনও অব্যাহত রয়েছে। খরচ নিয়ন্ত্রণের জন্য আরও একাধিক পরিবর্তন করা হয়েছিল ট্যুইটার সংস্থায়। এর মধ্যেই শোনা গিয়েছিল সিইও পদ থেকে নাকি সরে দাঁড়াবেন এলন মাস্ক। নতুন সিইও হওয়ার জন্য অনেকে আবেদনও জানিয়েছেন।


আরও পড়ুন- গুগল পিক্সেল ৭এ ফোন কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার-স্পেসিফিকেশন থাকতে পারে?