Poco Smartphone: পোকো এক্স৫ ৫জি সিরিজ (Poco X5 Series) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজে রয়েছে পোকো এক্স৫ ৫জি (Poco X5 5G) এবং পোকো এক্স৫ প্রো ৫জি (Poco X5 Pro 5G) ফোন। এই দুই ফোনেই থাকতে চলেছে অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট। এছাড়াও 'প্রো' মডেলে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। আর পোকো এক্স৫ ৫জি বেস মডেলে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। পোকো এক্স৫ ৫জি প্রো ফোন ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে। এবার আসছে ভ্যানিলা মডেল। সম্ভবত আগামী সপ্তাহেই পোকো এক্স৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। অনুমান, ১৩ থেকে ১৮ মার্চের মধ্যে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। 


পোকো এক্স৫ ৫জি ফোনের সম্ভাব্য দাম


সূত্রের খবর, পোকো সংস্থার এই ফোনের দাম ২০ হাজার টাকার কমই হবে। যদিও এই ফোন কী কী ভ্যারিয়েন্টে লঞ্চ হবে এবং তার দাম কত হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। 


পোকো এক্স৫ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে ডুয়াল ন্যানো সিমের স্লট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১২-র সাপোর্ট। পোকোর এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির AMOLED ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকতে পারে। 

  • পোকো এক্স৫ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর, ২ মেগাপিক্সেলের আর একটি সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


iPhone 14 Series: নতুন রঙে আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus) লঞ্চ হতে চলেছে একথা আগেই শোনা গিয়েছিল। অবশেষে নতুন রঙের ভ্যারিয়েন্টে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস লঞ্চ হয়েছে। হলুদ রঙে এখন পাওয়া যাচ্ছে এই দুই আইফোন মডেল। এছাড়াও থাকছে আগের পাঁচটি রঙের ভ্যারিয়েন্ট। আইফোন ১৪ সিরিজের অন্য দুই মডেল আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- নতুন রঙের ভ্যারিয়েন্টে লঞ্চ হয়নি। গতবছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল আইফোন ১৪ সিরিজ। 


আরও পড়ুন- হাজার হাজার কর্মীর চাকরি যাবে, মেটা করছে এই পরিকল্পনা