Twitter Update: আট মাস আগে ট্যুইটারের দায়িত্বে নিয়েছেন। তারপর থেকেই সংবাদের শিরোনামে রয়েছেন তিনি। এবার ফের মাস্কের বক্তব্যে চমকে গেল নেট দুনিয়া। ট্যুইটার পোলে নিজেই কোম্পানি থেকে সরে দাঁড়াবেন কিনা জানতে চাইলেন এই ধনকুবের। যার উত্তরে ট্যুইটারের সিইও-কে এই জবাব দিল সোশ্যাল মিডিয়া।
Elon Musk: গত ১৯ ডিসেম্বর টুইটার ব্যবহারকারীদের কাছে এই প্রশ্ন করেছিলেন ট্যুইটারের কর্ণধার। সোশ্যাল মিডিয়া সাইটের প্রধানের পদ থেকে তিনি সরে আসবেন কিনা তা জানতে চান সবার থেকে। তাঁর অফিশিয়াল হ্যান্ডেলে একটি পোলের সময় এই প্রশ্নটি করেছেন মাস্ক। তিনি আরও বলেন, '' জনগণের রায় অনুসরণ করে ট্যুইটারের বেশিরভাগ মানুষ যা বলবে তাই করবেন তিনি। ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটার হ্যান্ডেল পুনরুদ্ধার করার জন্য একটি পোল করেছিলেন মাস্ক। জনগণের সিদ্ধান্তের পরই ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট ফের খুলে দেওয়া হয়।
Twitter Update: সাংবাদিকদের ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড
সম্প্রতি, এলন মাস্ক ওয়াশিংটন পোস্টের সাংবাদিকসহ একাধিক সাংবাদিকের ট্যুইটার হ্যান্ডেলও সাসপেন্ড করেছিলেন। অভিযোগ, এই সাংবাদিকরা তাঁদের লাইভ লোকেশন পাবলিক করে তাদের পরিবার ও তাদের জীবনকে বিপদে ফেলেছে। এই পদক্ষেপের জন্য ট্যুইটারও প্রচুর সমালোচিত হয়। এর পরে ইউরোপীয় ইউনিয়নও মাস্ককে সতর্ক করে। শোনা যাচ্ছে, ট্যুইটার ভবিষ্যতে মিডিয়া আইনের অধীনে নিষেধাজ্ঞার অধীনে আসতে পারে।
Elon Musk: পোলে কী ফল এসেছে ?
এই প্রসঙ্গে প্রায় আধ ঘণ্টায় ৬,১৯২,৩৯৪টি ভোট পড়েছে ট্যুইটারে। ৫৭.৬ শতাংশের বেশি ব্যবহারকারী এতে 'হ্যাঁ' উত্তর দিয়েছেন । পাশাপাশি ৪২.৪ শতাংশ 'না'-তে ক্লিক করেছেন।
Twitter Update: এলন মাস্ক অনেক পরিবর্তন করেছেন ট্যুইটারের
মাস্ক মাইক্রো-ব্লগিং সাইটটি দখল করার পর থেকে অর্ধেকেরও বেশি কর্মীকে বরখাস্ত করেন। আগে বহু ইউজারের ট্যুইটার অ্য়াকাউন্ট নিষিদ্ধ করা হলেও তা ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে ট্যুইটারে। এর সঙ্গে এলন মাস্ক ব্লু টিক-এর নিয়মেও পরিবর্তন করেছে। গত সপ্তাহে,ট্যুইটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কু-ও বন্ধ করেছে।
Twitter: ট্যুইটারে নিষিদ্ধ হয়েছে কু (Koo)। বলা ভাল ভারতীয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের (Microblogging Account) অ্যাকাউন্ট @kooeminence ট্যুইটার মাধ্যম থেকে ব্যান করা হয়েছে। ট্যুইটারের (Twitter Ban) সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই তৈরি হয়েছে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম কু। গত শুক্রবার ট্যুইটার থেকে নিষিদ্ধ করা হয়েছে এই অ্যাকাউন্ট। তারপর থেকেই প্রকাশ্যে ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্কের তুলোধনা করেছেন কু- এর সহ-প্রতিষ্ঠাতা। পসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ট্যুইটারে চলছে বিভিন্ন অ্যাকাউন্ট নিষিদ্ধ করার হিড়িক। ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রথিতযশা সাংবাদিক যাঁরা বিশ্বের তাবড় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত তাঁদের অ্যাকাউন্ট ব্যান করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। এই ঘটনার রেশ কাটার আগেই কু- এর অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে ট্যুইটারে। ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার 'ফ্রিডম অফ স্পিচ' অর্থাৎ বাক-স্বাধীনতার কথা বলেছেন। অথচ এভাবে একাধিক অ্যাকাউন্ট ব্যান করা হচ্ছে। এই ঘটনায় এবার প্রশ্নের মুখে পড়েছেন ট্যুইটারের নয়া মালিক মাস্ক।
আরও পড়ুন : Cyber Attack: হ্যাকার হানার গ্রাসে ভারত, বিশ্বের প্রথম পাঁচে নাম, কীভাবে বাঁচবেন জানেন ?