Elon Musk: তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানেই ধনকুবের এলন মাস্কের (Elon Musk) সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাঁর। ট্যুইটারের অধিকর্তা এবং ইলেকট্রনিক গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলার মালিক এলন মাস্ক ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই একগুচ্ছ ঘোষণা করেছেন দেশের জন্য। তার মধ্যে অন্যতম হল ভারতের টেসলার আগমন। এল মাস্ক জানিয়েছেন, ভারতের গাড়ির বাজারে খুব তাড়াতাড়ি পা রাখতে চলেছে টেসলা সংস্থা। ভারতে বিনিয়োগের ব্যাপারে বেশ উচ্ছ্বসিত এলন মাস্ক। তাঁর কথায় যেকোনও বড় দেশের তুলনায় ভারতে সম্ভাবনা অনেক বেশি। আর সেই জন্যই টেসলা গাড়ি ভারতে লঞ্চের প্রসঙ্গে আগ্রহী তিনি। 


ভারতে টেসলা লঞ্চ নিয়ে অনেকদিন ধরেই চলছে পরিকল্পনা


গত মাসেই টেসলা সংস্থার এক্সিকিউটিভরা ভারতে এসেছিলেন। এ দেশের মন্ত্রী এবং আমলাদের সঙ্গে কথাবার্তাও বলেছেন তাঁরা। ভারতে কোথায় টেসলা গাড়ি নির্মাণ করা যেতে পারে, কোথায় ব্যাটারি নির্মাণ করা যাবে- এই প্রসঙ্গে কথাও হয়েছে তাঁদের। এবছর শেষ হওয়ার আগেই সম্ভবত গাড়ি তৈরি করার জন্য জায়গা বেছে নিতে পারবেন টেসলা কর্তৃপক্ষ, এমনটা আগেই জানিয়েছিলেন এলন মাস্ক। শুধু তাই নয় ভারতে টেসলার ব্যবসা নিয়েও বেশ আশাবাদী তিনি। 


ভারতে আসতে পারে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা


এলন মাস্ক বলেছেন, ভারতে প্রচুর পরিমাণে সাসটেনেবল এনার্জির ভাণ্ডার রয়েছে। অর্থাৎ যেসব শক্তি পুনরায় ব্যবহারযোগ্য। আগামী দিনে ভারতে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাও নিয়ে আসতে চান তিনি। 


নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন ধনকুবের


আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। তারপর সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে দিলেন মাস্ক। তিনি বলেন, 'আমি এটুকু বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের জন্য ঠিক জিনিসটাই করতে চান। নতুন সংস্থাকে এগিয়ে আসতে সমর্থন করেন তিনি। ভারতের যাতে সুবিধা হয় সেদিকে লক্ষ্য রাখেন তিনি।' আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক (Elon Musk)। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। তারপর সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে দিলেন মাস্ক। তিনি বলেন, 'আমি এটুকু বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের জন্য ঠিক জিনিসটাই করতে চান। নতুন সংস্থাকে এগিয়ে আসতে সমর্থন করেন তিনি। ভারতের যাতে সুবিধা হয় সেদিকে লক্ষ্য রাখেন তিনি।' ভারতের প্রশংসাতেও পঞ্চমুখ টেসলা এবং SpaceX-এর সিইও এবং ট্যুইটারের মালিক এলন মাস্ক। তিনি বলেন, 'আমি ভারতের ভবিষ্যত নিয়ে খুবই উৎসাহী, বিশ্বের যে কোনও বড় দেশের তুলনায় ভারতের সম্ভাবনা অনেক বেশি। ভারত নিয়ে খুবই চিন্তা করেন মোদি। ভারতে বিনিয়োগ করার জন্য বলেছেন তিনি। আই অ্যাম আ ফ্যান অফ মোদি।'


আরও পড়ুন- ওজন কমানোর জন্য কোন ডাল সবচেয়ে স্বাস্থ্যকর?


Car loan Information:

Calculate Car Loan EMI