Twitter: কয়েকদিন আগেই ভারতের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন ট্যুইটারের প্রাক্তন অধিকর্তা জ্যাক ডরসি (Jack Dorsey)। এবার সেই প্রসঙ্গেই পাল্টা জবাব দিয়েছেন ট্যুইটারের বর্তমান মালিক এলন মাস্ক (Elon Musk)। মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এলন মাস্কের। তারপরে তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়া জায়ান্ট ট্যুইটার যে দেশে চালু থাকবে সেখানকার নিয়ম মানতে হবে এই মাইক্রোব্লগিং মাধ্যমকে। আর কোনও উপায় এই। এমনটা না করলে সেই নির্দিষ্ট জায়গায় বন্ধ হয়ে যাবে ট্যুইটার।
জ্যাক ডরসি-র অভিযোগ
তাঁর দাবি, কৃষক আন্দোলন নিয়ে একাধিক অ্যাকাউন্ট এবং সরকারের সমালোচক বলে পরিচিত একাধিক হ্যান্ডল ব্লক করার জন্য চাপ সৃষ্টি করে ভারত সরকার। অন্যথায় ভারতে ব্যবসা বন্ধ থেকে আধিকারিক এবং কর্মীদের বাড়িতে তল্লাশি চালানোর হুমকিও দেওয়া হয়। একটি সাক্ষাৎকারে এমন বিস্ফোরক দাবি করেছেন জ্যাক। ট্যুইটারের CEO থাকাকালীন কোনও দেশের সরকার তাঁর উপর চাপ সৃষ্টি করেছিল কিনা জানতে চাওয়া হয়। তার উত্তরে জ্যাক জানান, কৃষক আন্দোলন চলাকালীন সেই নিয়ে পোস্ট দেওয়া একাধিক অ্যাকাউন্ট এবং সরকারের সমালোচক বলে পরিচিত সাংবাদিকদের অ্যাকাউন্ট বন্ধের একাধিক অনুরোধ এসেছিল।
জ্যাক ডরসি অভিযোগ করে জানিয়েছিলেন ভারতে ট্যুইটারের ব্যবসা বন্ধ করে দেওয়ার পাশাপাশি কর্মীদের বাড়িতে তল্লাশি চালানো হবে এমন কথাও বলা হয়েছিল। নির্দেশ না মানলে অফিস বন্ধ করে দেওয়ার মতো এত বড় কথাও বলা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য,২০২১ সালে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে কৃষকদের আন্দোলন চলাকালীন, ভারত সরকারের তরফে ট্যুইটারকে প্রায় ১২০০ অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়। খালিস্তান যোগ রয়েছে বলে দাবি করেও একাধিক অ্যাকাউন্ট বন্ধ করতে বলা হয় বলে অভিযোগ। তার আগে, আরও ২৫০টি অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ যায় বলে খবর আসে। সেই সময় ট্যুইটারের তরফে একাধিক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়াও হয়। পরে তার মধ্যে অনেক অ্যাকাউন্ট আবার আনলকও করে দেওয়া হয়, যা নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাত বাধে ট্যুইটারের। কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রককে সেই সময় ট্যুইটার জানায়,অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া বাক স্বাধীনতার পরিপন্থী।
কী বলেছেন এলন মাস্ক
যে দেশে ট্যুইটার চালু সেখানকার নিয়ম মানা ছাড়া আর কোনও কিছু ট্যুইটার কর্তৃপক্ষের পক্ষে করা সম্ভব নয়, একথাও সাফ জানিয়েছেন ইলন মাস।
আরও পড়ুন- 'আত্মমুক্তির সাধনাই হল যোগ', স্বামীজীর দেখানো পথে কীভাবে হাঁটবে সাধারণ মানুষ?