নয়াদিল্লি:  নিয়ন্ত্রক এবং আইন প্রণেতাদের চাপে পড়ে  নাম বদলাতে পারে ফেসবুক ! ফেসবুকের ব্যবসায়িক কাজকর্ম নিয়ে অনেকদিনই বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে। নানাভাবে চাপের মুখেও পড়েছে এই সোশ্যাল মিডিয়া জায়েন্ট  সংস্থা। এবার ফেসবুক ব্র্যান্ড নতুন নাম নিয়ে অবতীর্ণ হওয়ার কথা ভাবছে।  দ্য ভার্জে প্রকাশিত রিপোর্ট বলছে, নাম পরিবর্তন করে আগামী সপ্তাহে নতুন ভাবে আসতে পারে জুকেরবার্গের সংস্থা। 


ভার্জের রিপোর্টে দাবি, নাম বদলে ফেলার পরিকল্পনা করছে ফেসবুক (facebook)। খবরে প্রকাশ, মার্ক জুকেরবার্গ তাঁর কোম্পানির নাম বদলে ফেলতে পারেন শীঘ্রই। ওয়াকিবহাল মহলের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে।  ফেসবুক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম হলেও এখন একাধিক প্ল্যাটফর্ম তারা চালায়। যার মধ্যে বেশকিছু ব্যবসায়িক কাজকর্মও চলে। 






 


জানা যাচ্ছে, চলতি মাসের ২৮ তারিখ এই নাম বদল হতে পারে। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করবেন জুকেরবার্গ।  শোনা যাচ্ছে, নতুন নাম হবে ব্র্যান্ডের। এই ছাতার তলায় থাকবে একাধিক সংস্থা। একের সংস্থার একেক রকম কাজ। তার মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি হয়ত থেকে যাবে ফেসবুক নামেই। শুধু ব্র্যান্ডের নাম বদলে যাবে।


জুকেরবার্গের প্রতিষ্ঠান এই নিয়ে কোনও বিবৃতি জারি করেনি। তবে এক সপ্তাহের মধ্যে নতুন নাম ঘোষণা হতে পারে। এই নতুন নামটি কী হবে তা নিয়ে কেউ কোনও ধারণা দিতে পারছে না এখনই। 


ফেসবুক সংস্থার ছাতার তলায় ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় ব্র্যান্ডও রয়েছে। এর মধ্যে গুগল অ্যালফাবেট ইনকর্পোরেটেড মাদার সংস্থার অধীনস্থ একটি ব্র্যান্ড। ভার্জের রিপোর্টে বলা হয়েছে, এই রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে সম্ভবত ফেসবুকের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি একটি মূল  ব্র্যান্ডের অধীনে অনেক প্রোডাক্টের মধ্যে একটি হিসেবে থাকতে পারে। অর্থাৎ ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ওকুলাস ইত্যাদি পরিষেবার মধ্যে একটি হিসাবে ফেসবুক থাকবে একটি মাদার ব্র্যান্ডের অধীনে। 


 




সূত্র :