হিন্দোল দে, দক্ষিণ চব্বিশ পরগনা: ভাইরাল অডিওর (audio) পর এবার পাল্টা ভাইরাল ভিডিও (viral video)। কাইজারের (kaizer ahmed) নাম করে অডিওর পরে বিরোধী গোষ্ঠীর নেতার ভিডিও ভাইরাল ভাঙড়ে (Bhangor)। দোষ ঢাকতে পুরনো ভিডিও সামনে এনে চক্রান্ত করছে কাইজার আহমেদ, তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার! আগেও ফজলে করিম (Fazle karim) এরকম করেছে, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি কাইজারের। 


কী ভিডিও ভাইরাল?
ভাঙড়ের তৃণমূল নেতা ফজলে করিমের জুতোপেটা করার ভিডিও ভাইরাল হলে পড়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভিডিও দেখা যাচ্ছে, পারিবারিক বিবাদে সালিশি সভা ডেকে জুতোপেটা করেছিলেন ফজলে করিম। ভিডিওর সত্যতা এবিপি আনন্দ আলাদা করে যাচাই করেনি। তবে স্থানীয়দের একাংশের ধারণা, গোটাটাই তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলাফল। আইএসএফ যোগের অভিযোগ এনে কাইজারের নামে অডিও ক্লিপ দাবি করেছিল বিরোধী গোষ্ঠী। বলা হয়, তিনি ভিতরে ভিতরে আইএসএফ। তাই বিধানসভা ভোটে ভাঙড় কেন্দ্রে হেরে গিয়েছিল তৃণমূল। অভিযোগ খারিজ করে কাইজারের দাবি, 'সে সময় আমি ঘরছাড়া ছিলাম। ISF’এর সঙ্গে একবার যোগাযোগ হয়েছিল। এখন এসব নিয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে তৃণমূলের নতুন নেতারা।' তার পরই এই নতুন অডিও ভাইরাল হওয়ায় প্রশ্ন উঠেছে নানা মহলে। ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক সওকত মোল্লা গোটা বিষয়টি নিয়ে বলেন, ‘দল এই ধরনের কাজ বরদাস্ত করে না। খোঁজ নিয়ে দেখছি। তবে শুনছি পুরনো ঘটনা', ভাইরাল ভিডিও নিয়ে দাবি তাঁর। এই নিয়ে ফজলে করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনও উত্তর দেননি। তবে সূত্রে খবর, যাঁকে জুতোপেটা করতে দেখা গিয়েছে, তিনি সম্ভবত তাঁর আত্মীয়। একাংশের দাবি, ওই প্রহৃত ফজলের নাতি। 


কী ছিল অডিওয়?
বিধানসভা ভোটে ISF প্রার্থী হতে চেয়েছিলেন তৃণমূল নেতা কাইজার আহমেদ? তার জন্য দিয়েছিলেন কোটি টাকার প্রস্তাবও? ভাঙড় থেকে তৃণমূলকে উৎখাত করতে চেয়েছিলেন শাসক দলেরই নেতা কাইজার? পঞ্চায়েত ভোটের মুখে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ ঘিরে গত কালই মাথাচাড়া দিয়েছিল এসব প্রশ্ন। রাজ্য রাজনীতিতে তা নিয়ে শোরগোল পড়ে যায়, প্রশ্ন ওঠে তৃণমূলের অন্দরেই। অন্তর্ঘাতের অভিযোগও ওঠে জোরাল ভাবে। তার মধ্যেই ফজলে করিমের এই জুতোপেটা করার ভিডিও ঘিরে নতুন জল্পনা। তবে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের অন্তর্কলহের এমন হাতিয়ার যে বাড়তি অক্সিজেন জোগাবে বিরোধীদের, সে নিয়ে কার্যত নিশ্চিত রাজনৈতিক মহল।


আরও পড়ুন:'মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়ে ওই বাঁশই হয়', রামনগরের সভায় তীব্র আক্রমণ শুভেন্দুর