Fake Astrology Scam: সমাজমাধ্যমেও এখন চারিদিকে প্রতারণার ফাঁদ। সুরক্ষিত না থাকলেই সর্বস্বান্ত হতে পারেন আপনিও। দেশে ক্রমেই বেড়ে চলেছে সাইবার অপরাধের ঘটনা। সম্প্রতি এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে ইনস্টাগ্রামে (Fake Astrology Scam) এক জ্যোতিষী লাভ ম্যারেজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীর কাছ থেকে ৬ লক্ষ টাকা লুট করেছেন। সমাজমাধ্যমে এমন অনেক জ্যোতিষীর ভিডিয়ো (Cyber Scam) বহুল প্রচারিত হয়, সেখানেও বিপদ ! আদপে কী ঘটেছিল সেই মহিলার সঙ্গে ?

ঘটনাটি কী

বেঙ্গালুরুর ইলেকট্রনিক্স সিটির বাসিন্দা এই তরুণীর নাম প্রিয়া। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। সম্প্রতি পুলিশের কাছে তিনি অভিযোগ করেন যে বিগত ৫ জানুয়ারি ইনস্টাগ্রামে তিনি 'splno1indianastrologer' নামে একটি প্রোফাইল খুঁজে পান যেখানে একজন অঘোরী বাবার ছবি লাগানো ছিল প্রোফাইল পিকচারে। তিনি দাবি করেছেন যে তিনি জ্যোতিষশাস্ত্রে পারদর্শী এবং অনেক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি। স্বাভাবিক উৎসাহ কিংবা কৌতুহলবশত সেই প্রোফাইলের ব্যক্তির কাছে মেসেজ করে প্রিয়া জানতে চেয়েছিল কিছু বিষয়ে এবং তার উত্তরে সেই প্রোফাইল থেকে প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের নাম ও জন্মতারিখ বলেন প্রিয়া, জ্যোতিষী জানায় যে তার লাভ ম্যারেজ হবে। কিন্তু তার রাশিফলে কিছু সমস্যা রয়েছে। আর সেই সমস্যা দূর করতে কিছু পুজো করতে হবে প্রিয়াকে।

প্রাথমিকভাবে সেই জ্যোতিষী প্রিয়াকে ১৮২০ টাকা দিতে বলেন তার ফি হিসেবে। বিনা দ্বিধায় এই টাকা দিতে রাজি হন প্রিয়া। পরে ধীরে ধীরে তার কাছ থেকে আরও টাকা চাওয়া শুরু করেন সেই জ্যোতিষী। আর ততদিনে ৬ লক্ষ টাকা দিয়ে ফেলেছেন তিনি আর সেই সময়ই তিনি বুঝতে পারেন যে তার সঙ্গে প্রতারণা হয়েছে।

ইনস্টাগ্রাম ব্যবহারের সময় কী কী মাথায় রাখতে হবে

সবার আগে দেখে নিতে হবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক কতগুলি ডিভাইসে লগ ইন করা রয়েছে। এর জন্য কিছু কিছু পদ্ধতি মেনে চলতে হবে।

সবার আগে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে প্রোফাইলের পাশের থ্রি ডট সিম্বলে ক্লিক করতে হবে।

এখানে দেখা যাবে অ্যাকাউন্ট সেন্টার বলে একটি অপশন।

অ্যাকাউন্ট সেন্টারের পরে 'পাসওয়ার্ড অ্যান্ড সিকিওরিটি' বলে অপশনে ক্লিক করতে হবে আপনাকে।

এবার আপনি দেখতে পাবেন 'হোয়্যার আর ইউ লগড ইন' ট্যাব।

এখানে আপনি সমস্ত ডিভাইসের তালিকা দেখতে পাবেন যেখানে যেখানে আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে রয়েছে।

আরও পড়ুন: Stocks to Buy: এই ৫ শেয়ারে টাকা ঢালছেন বিদেশি বিনিয়োগকারীরা, লাভ দিতে পারে- আপনিও কিনে রাখবেন ?